
ছবি সংগৃহীত
চলমান গ্রীষ্মে তীব্র গরমের মধ্যে এসির শীতলতা অনেকের জন্য আশীর্বাদস্বরূপ। কিন্তু সবার পক্ষেই এসি কেনা কিংবা সার্বক্ষণিক ব্যবহার করা সম্ভব নয় । এতে যেমন খরচ বেশি, তেমনি পরিবেশের উপরও বিরূপ প্রভাব পড়ে। তাই প্রশ্ন ওঠে, এসি ছাড়া কি ঘর ঠান্ডা রাখা সম্ভব?
ভালো খবর হলো হ্যাঁ, সম্ভব। কিছু সহজ কিন্তু কার্যকর ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলেই প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখা যায়। আসুন দেখে নিই এসি ছাড়াও ঘর ঠান্ডা রাখার কিছু বাস্তবসম্মত উপায়:
সিলিং ফ্যানের সঠিক ব্যবহার
গ্রীষ্মকালে ফ্যান যেন ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরে, তা নিশ্চিত করুন। এতে বাতাস নিচের দিকে প্রবাহিত হয়ে ঘর ঠান্ডা রাখে।
রাতের ঠাণ্ডা বাতাস কাজে লাগানো
দিনের বেলা জানালা বন্ধ রাখুন, আর রাতের সময় জানালা খুলে ঠাণ্ডা বাতাস ঢুকতে দিন। এতে ঘরের ভিতর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়।
বরফ ও ভেজা কাপড়ের ব্যবহার
ফ্যানের সামনে বরফের বাটি রেখে অথবা জানালায় ভেজা কাপড় ঝুলিয়ে ঘরে ঠাণ্ডা বাতাস ছড়িয়ে দেওয়া যায়।
ঘরে রাখুন শীতলকারী গাছ
অ্যালোভেরা, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টের মতো গাছ ঘর ঠান্ডা রাখতে সহায়ক। এরা বাতাস বিশুদ্ধ করে ও প্রাকৃতিকভাবেই ঠাণ্ডা পরিবেশ সৃষ্টি করে।
হিট-প্রটেক্টিং ফিল্ম ও পর্দার ব্যবহার
জানালায় তাপরোধী ফিল্ম লাগালে সূর্যের তাপ প্রবেশ কমে। হালকা রঙের মোটা পর্দা সূর্যের তাপ প্রতিফলিত করে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে।
ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ রাখুন
কম্পিউটার, টিভি বা ওভেনের মতো যন্ত্রপাতি বন্ধ রাখলে অতিরিক্ত তাপ উৎপাদন কমে, ঘর অপেক্ষাকৃত ঠাণ্ডা থাকে।
আশিক