ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। শুক্রবার (৪ অক্টোবর) বঙ্গভবনে এ সাক্ষাৎ হয় বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তারা পারস্পরিক অগ্রাধিকার নি‌য়ে আলোচনা করেছেন। এ ছাড়া বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শক্তিশালী করার বিষ‌য়ে আলোচনা করেন। এসময় ২০২৫ সালে আসিয়ানের চেয়ার হতে যাওয়া মালয়েশিয়াকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি। শুক্রবার দুপুর ২টায় ইসলামাবাদ হ‌য়ে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। বন্ধু আনোয়ার ইব্রাহিমকে বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। প্রসঙ্গত, প্রায় ১১ বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

খেলা
ভারত সিরিজেই অবসর মাহমুদউল্লাহর? যা জানালেন শান্ত

ভারত সিরিজেই অবসর মাহমুদউল্লাহর? যা জানালেন শান্ত

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তবে বিশ্বকাপের ম্যাচগুলোয় কাঙ্ক্ষিত পারফর্ম করতে না পারায় তার বেশ সমালোচনা হয়েছে। এরই মাঝে আবার ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়েছে রিয়াদকে। তাই সেই বিতর্ক নতুন করে দেখা দিয়েছে। অভিজ্ঞ এই অলরাউন্ডার ভারত সিরিজেই অবসরের ঘোষণা দেবেন কি না উঠেছে সেই প্রশ্নও। আজ (শুক্রবার) ভারতে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় মাহমুদউল্লাহ রিয়াদের অবসর প্রসঙ্গে। জবাবে শান্ত বলছিলেন, ‘আমি যতটুকু বুঝতে পারি, এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন। তবে এখনই আমি সবকিছু পরিষ্কার করছি না। আমি বিশ্বাস করি, বোর্ড নির্বাচকদের সঙ্গে এ নিয়ে একটা যোগাযোগ হবে।’ তিনি আরও বলেন, ‘মাহমুদউল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন। তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন। হয়তো কিছু ম্যাচ তিনি শেষ করতে পারেননি। এটি দিয়ে তার সামর্থ্য যাচাই করা যায় না।’ মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে চলমান সমালোচনা প্রসঙ্গেই রিয়াদকে নিয়ে এই মন্তব্য করলেন শান্ত।

waltonbd
waltonbd
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। শুক্রবার (৪ অক্টোবর) বঙ্গভবনে এ সাক্ষাৎ হয় বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তারা পারস্পরিক অগ্রাধিকার নি‌য়ে আলোচনা করেছেন। এ ছাড়া বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শক্তিশালী করার বিষ‌য়ে আলোচনা করেন। এসময় ২০২৫ সালে আসিয়ানের চেয়ার হতে যাওয়া মালয়েশিয়াকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি। শুক্রবার দুপুর ২টায় ইসলামাবাদ হ‌য়ে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। বন্ধু আনোয়ার ইব্রাহিমকে বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। প্রসঙ্গত, প্রায় ১১ বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

adbilive
adbilive
যানজটে নাকাল নগরবাসী  

যানজটে নাকাল নগরবাসী  

রাজশাহী শহরে নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে মাত্রাতিরিক্ত অটোরিক্সার চলাচল। প্রয়োজনে অতিরিক্ত অটোরিক্সায় ক্রমেই ভরেছে নগরী। এ অবস্থায় যানজট কমাতে কৌশল বের করেও সফল হতে পারেনি রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ফলে নগরীর সর্বত্র অটোজটে এখন নিত্য ভুগছে নগরবাসী।  রাজশাহী সিটি করপোরেশন থেকে রিক্সাজট এড়াতে অটোরিক্সাগুলোকে মেরুন ও সবুজ রং করতে বাধ্য করা হয়। তারপর শিফট ভাগ করে অটোরিক্সা চলাচল করতে দেওয়া হয়। তাতে শহরের যানজট কিছুটা কমলেও এখন আবার সব অটোরিক্সা একসঙ্গে চলছে সড়কে। ফলে শহরে অটো জট স্থায়ী রূপ নিয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো তদারকি এখন নেই। ট্রাফিক পুলিশও অনেকটা নীরব। তাই পরিস্থিতিরও উন্নতি হচ্ছে না।  রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আগের সব অটোরিক্সার নিবন্ধন বাতিল করে ২০২১ সালে নতুন করে ৮ হাজার ৯০০টির নিবন্ধন দেওয়া হয়। কিন্তু শহরে ব্যাটারিচালিত অটোরিক্সা রয়েছে প্রায় ৩০ হাজার। এছাড়া অগণিত ব্যাটারিচালিত রিক্সা আছে। ব্যাটারিচালিত রিক্সার নিবন্ধন আছে মাত্র ১৪ হাজার ২৬২টির। এই রিক্সা-অটোরিক্সা একসঙ্গে শহরে চলাচলে যানজট দেখা দেয়। জানা যায়, ২০১৯ সালের দিকে অটোরিক্সাগুলোর সময় ভাগ করে দেওয়া হয়। মাসের প্রথম সপ্তাহে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরুন রং এবং বেলা আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত সবুজ রঙের অটোরিক্সা চলাচলের সিদ্ধান্ত হয়। আর পরের সপ্তাহে সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত সবুজ এবং আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত মেরুন রঙের অটোরিক্সা চলাচল করার কথা। এতদিন এভাবেই চলছিল। তবে গত ৫ আগস্টের পর পুলিশ ও সিটি করপোরেশনের কার্যক্রম স্থবির হয়ে পড়লে সব রিক্সা-অটোরিক্সা একসঙ্গে নেমে পড়ছে রাস্তায়। যার যখন খুশি, তখন রাস্তায় নেমে পড়ার কারণে শহরের প্রায় প্রতিটি এলাকায় দেখা দিয়েছে যানজট।  এখন প্রতিদিন নগরের সাহেববাজার, গণকপাড়া, রেলগেট, শিরোইল বাস টার্মিনাল এলাকাসহ বিভিন্ন এলাকায় দেখা যায় মারাত্মক অটো জট। এতে চরম বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ। নগরীর রেলগেট এলাকায় অটোরিক্সা চালক ইমরান বলেন, ‘এখন আর টাইম-সিস্টেম নাই। যার যখন খুশি গাড়ি চালাচ্ছে। আমিও চালাচ্ছি।  সিটি করপোরেশনের লাইসেন্স বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘আমরা আগে মাঝেমধ্যে রাস্তায় অবস্থান নিয়ে লাইসেন্স চেক করতাম। অনেক নম্বরের বিপরীতে একাধিক গাড়ি চলে, কিংবা লাইসেন্স নেই এ রকম গাড়ি পেলে জব্দ করতাম। আর নির্ধারিত শিফট অমান্য করে গাড়ি চালালে ব্যবস্থা নিত পুলিশ। এখন সব কার্যক্রমই বন্ধ।  এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, এখন মোটিভেশনাল পর্যায়ে চলছে। অটোরিক্সা চালকদের বোঝানো হচ্ছে। ট্রাফিক আইনে কোনো মামলাও হচ্ছে না।

ভারত সিরিজেই অবসর মাহমুদউল্লাহর? যা জানালেন শান্ত

ভারত সিরিজেই অবসর মাহমুদউল্লাহর? যা জানালেন শান্ত

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তবে বিশ্বকাপের ম্যাচগুলোয় কাঙ্ক্ষিত পারফর্ম করতে না পারায় তার বেশ সমালোচনা হয়েছে। এরই মাঝে আবার ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়েছে রিয়াদকে। তাই সেই বিতর্ক নতুন করে দেখা দিয়েছে। অভিজ্ঞ এই অলরাউন্ডার ভারত সিরিজেই অবসরের ঘোষণা দেবেন কি না উঠেছে সেই প্রশ্নও। আজ (শুক্রবার) ভারতে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় মাহমুদউল্লাহ রিয়াদের অবসর প্রসঙ্গে। জবাবে শান্ত বলছিলেন, ‘আমি যতটুকু বুঝতে পারি, এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন। তবে এখনই আমি সবকিছু পরিষ্কার করছি না। আমি বিশ্বাস করি, বোর্ড নির্বাচকদের সঙ্গে এ নিয়ে একটা যোগাযোগ হবে।’ তিনি আরও বলেন, ‘মাহমুদউল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন। তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন। হয়তো কিছু ম্যাচ তিনি শেষ করতে পারেননি। এটি দিয়ে তার সামর্থ্য যাচাই করা যায় না।’ মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে চলমান সমালোচনা প্রসঙ্গেই রিয়াদকে নিয়ে এই মন্তব্য করলেন শান্ত।

প্রিয়াঙ্কার ভিডিও ভাইরাল, কী আছে সেই ভিডিওতে?

প্রিয়াঙ্কার ভিডিও ভাইরাল, কী আছে সেই ভিডিওতে?

অভিনেত্রী প্রিয়াঙ্কা মোহন সম্প্রতি তেলেঙ্গানায় একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন। একটুর জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। সামান্য আঘাতও লেগেছে। তেলঙ্গানার তিরুরে একটি শপিং মলের উদ্বোধনে দুর্ঘটনাটি ঘটেছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ঝাঁসি রেড্ডি। সেখানেই হঠাৎ মঞ্চ ভেঙে বিপদের মুখে পড়েন অভিনেত্রী। ঘটনায় ঝাঁসি রেড্ডিসহ তিনজন আহত হয়েছেন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা মোহন একটি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আমার ভক্তদের জানাতে চাই যে আমি এখন ভালো আছি। আমি ভাগ্যবান যে খুব কম চোট লেগেছে এবং আমি উঠে দাঁড়িয়ে পড়েছিলাম। এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সকলের জন্য মন থেকে প্রার্থনা রইল।’ এছাড়াও সমস্ত ভক্তদের ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী। তিরুরে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই। কয়েক সেকেন্ডের মধ্যে মঞ্চ ভেঙে নিচে পড়ে যায়। সকলে তখন জীবন বাঁচাতে ব্যস্ত। তবে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে অভিনেত্রীকে সরিয়ে নেওয়া হয়। প্রিয়াঙ্কা মোহনের সিনেমার ক্ষেত্রে, তাকে শীঘ্রই জয়ম রবি অভিনীত ‘ব্রাদার’-এ দেখা যাবে। যে ছবিটি আগামী ৩১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা। জয়ম রবির সঙ্গে তার বিয়ের একটি ছবিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। ভক্তেরা ভেবেছিলেন অভিনেত্রী সত্যিই বোধহয় বিয়ে করছেন। যদিও ভাইরাল ছবিটি ‘ব্রাদার’-এর শুটিংয়ের সময় তোলা।

টাইম মেশিনে বয়স কমানোর প্রতারণা

টাইম মেশিনে বয়স কমানোর প্রতারণা

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে এক দম্পতি ‘ইসরাইলের তৈরি টাইম মেশিনের’ মাধ্যমে বয়স কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ৩৫ কোটি রুপি। রাজীব কুমার দুবে এবং তার স্ত্রী রশ্মি দুবে কানপুরে ‘রিভাইভাল ওয়ার্ল্ড’ নামে একটি থেরাপি সেন্টারের মাধ্যমে এই প্রতারণা করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ইসরাইল থেকে আনা একটি মেশিন ব্যবহার করে ৬০ বছর বয়সী একজনকে ২৫ বছর বয়সীতে রূপান্তর করার দাবি করেন ওই দম্পতি। তারা তাদের গ্রাহকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তারা ‘অক্সিজেন থেরাপির’ মাধ্যমে বয়স্কদের যৌবন ফিরিয়ে আনতে পারবেন।

অনলাইনে ৫০ হাজারের বেশি মানুষ আয়কর রিটার্ন দাখিল করে

অনলাইনে ৫০ হাজারের বেশি মানুষ আয়কর রিটার্ন দাখিল করে

অত্যন্ত সহজ এবং স্বাচ্ছন্দ্য হওয়ায় গত কয়েকদিনে ৫০ হাজারের বেশি মানুষ অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডে www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। এ সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট বা ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন এবং দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তিস্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন।

বাজার মূলধন কমেছে ৩৭ হাজার কোটি টাকা

বাজার মূলধন কমেছে ৩৭ হাজার কোটি টাকা

শেখ হাসিনা সরকারের পতনের পর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে পরিবর্তন এসেছে। এর মাধ্যমে বিএসইসির চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর থেকেই শাস্তি দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। তাঁর কমিশন কারসাজির দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৩১ কোটি টাকার জরিমানা করেছে। তবুও ফিরছে না আস্থা। নাজুক পরিস্থিতিতে বড় বিনিয়োগকারীদের জরিমানার চাপে কারণে বাজারে সাইডলাইনে গেছে অন্যান্য বিনিয়োগকারী। বর্তমান কমিশনের মেয়াদে বিনিয়োগকারীরা হারিয়েছে ৩৭ হাজার কোটি টাকা। খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির দায়িত্ব নেওয়ার পর থেকে শেয়ারবাজারে মন্দা ও অনাস্থা কাটছে না। তার নেতৃত্বে শেয়ারবাজার ভালো হওয়ার কোনো সুযোগ দেখছেন না সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে অন্যসব স্টেকহোল্ডাররা। এ ছাড়া বিনিয়োগকারীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন করে পদত্যাগের দাবি তোলা হয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পরে ১০ আগস্ট বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। এর ২ দিন পরে ১২ আগস্ট পদত্যাগ করেন কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম। এরপরে গত ১৮ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান এবং ২৮ আগস্ট মো. আলী আকবরকে ও ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার দেড় মাসে ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে।

উদ্যোক্তা মিন্নি

উদ্যোক্তা মিন্নি

মিন্নি আকতার মিথুন। মাত্র বাইশ বছরে মিন্নি নারী উদ্যোক্তা হয়েছেন। এলাকার মানুষজন তাকে পাপড়ি চোখের মেয়ে বলেই চেনেন। উপাধি দেওয়া এই নামের পেছনে রয়েছে মিন্নির পাপড়ি তৈরির কারখানা ঘিরেই। অথচ মিন্নি এক সময় একটি শিল্প-কারখানার নারী শ্রমিক ছিলেন।  নারী সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ চোখের পাপড়ি বা আইল্যাশ। আধুনিক নারীদের কাছে এর চাহিদা আকাশছোঁয়া। আর এই চোখের কৃত্রিম পাপড়ি তৈরি হচ্ছে উত্তরের জনপদ নীলফামারীর সৈয়দপুরে। নারী উদ্যোক্তা মিন্নি আকতার মিথুন তার মিন্নি ট্রেড ইন্টারন্যাশনাল এসব পাপড়ি তৈরি করে বিদেশে রপ্তানি করছেন। এতে করে কারখানায় যেমন নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে, তেমনি আসছে বৈদেশিক মুদ্রাও।