
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক এক টেলিভিশন টক-শোতে বক্তব্য দিতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবু হেনা রাজ্জাকী অভিযোগ করেন, বাংলাদেশে অতীতে সরকার রাষ্ট্রীয়ভাবে ‘মব জাস্টিস’ বা গণ-প্রতিক্রিয়ার আদলে ক্ষমতা প্রয়োগ করেছে। তিনি ইঙ্গিত করেন, শেখ হাসিনা সরকারের আমলেই এমন ‘রাষ্ট্রীয় মব’ কার্যক্রম সংঘটিত হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন রেখেছিলেন, "নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনী কতটা সহায়ক ভূমিকা রাখতে পারবে?" এর জবাবে রাজ্জাকী বলেন, "রাষ্ট্র কখনো কাউকে ক্ষমতা দেয় না কাউকে গুলি করে হত্যার। বিচার ছাড়া কাউকে হত্যা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার। এটি ‘মব জাস্টিস’। আর যদি তা রাষ্ট্রীয় ব্যবস্থায় ঘটে, তাহলে সেটি হয় 'রাষ্ট্রীয় মব'।"
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্র মারা গেছে কিংবা জুলাই আন্দোলনের ক্রেডিট ছাত্ররা নিতে চায় ষোলআনা তার কিংবা ষোলআনা আমার সেই বিতর্ক অন্য। যে লোকগুলো মারা গেছে, যে ছেলেপেলে গুলা তারা কিন্তু আমাদের সন্তান। ঘুরেফিরে আপনার সন্তানরা, আমার সন্তানরা বা আরেকজনের সন্তান, দেশের সন্তান। তারা মারা গেছে কার অধীনে। একটা স্বাধীন বা তাদের মতে নির্বাচিত সরকারের অধীনে। আচ্ছা আপনি বলেন তো রাষ্ট্র কি কখনো ক্ষমতা দেয় কাউকে যে আপনি গুলি মারবেন? বিচার ছাড়া। রাষ্ট্রকেও সেই ক্ষমতা দেয়নি। আপনি যে আয়নাঘর করেছিলেন, আপনি যে বিনা বিচারে হত্যা করেছিলেন, আপনার অধীনে থাকা বিডিআর যেভাবে হত্যা হয়েছে, তাহলে এগুলোকে কি বলবেন আপনি? আপনি নিজের হাতে আইন তুলে নেওয়াটাই মব। যদি তাই হয় তবে আপনি রাষ্ট্রীয়ভাবে মব করেছেন।
আবু হেনা রাজ্জাকী বলেন, “নুরুল হুদাকে যেভাবে জুতা পরানো হয়েছে—ব্যক্তিগতভাবে আমি সেটা ঘৃণা করি। কিন্তু তিনি নিজেও কি সাংবিধানিকভাবে মব আচরণ করেননি? নৈতিকভাবে প্রশ্ন তোলা যায়। সেই সরকারের আমলে অর্থনৈতিক মবও হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে।”
বর্তমান নির্বাচন পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “এখন আমি নির্বাচনের জায়গাটায় আসি। যেহেতু লেভেল প্লেয়িং বিল্ড আপনারা নিশ্চিত,লেভেল প্লেয়িং বিল্ড তাদের পক্ষে কাজ করবে যারা নিশ্চিত হবে নেক্সট যে সরকার আসবে তাদের কাছ থেকে আমরা যারা রেহাই পেতে পারি। যেহেতু নুরুল হুদা সাহেবের সাথে এরকম করছে, আউয়াল সাহবকে গ্রেফতার করছে কাজেই এতদিনে আমলাদের ভিতর একটা ভয় ঢুকে গেছে যেটা অতীত সরকারের সময় ছিলোনা। এখন তারা ভাব্বে এমন একটা সরকার যদি আসে যেখানে তারা তাদের প্রশাসনের আমলাদের খুজে না পায় এজন্য মাঠে নির্বাচন করতে গেলে তারা এনসিওর করবে কারা আসলে আমাদেরকে বিচারের আওতায় আনবেনা। সেক্ষেত্রে লেভেল প্লেয়িং বিল্ড কাজ করবে। ”
নোভা