ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সুখবর, ৫ লাখ কর্মী নেবে ইতালি

প্রকাশিত: ১২:৫৪, ২ জুলাই ২০২৫

সুখবর, ৫ লাখ কর্মী নেবে ইতালি

৫ লাখ কর্মী নেবে ইতালি

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে অন্তত ৫ লাখ নতুন কর্মী নিয়োগ দেবে ইতালি। শ্রমবাজারের ঘাটতি পূরণে কেবলমাত্র ২০২৬ থেকে ২০২৮ সালের জন্য নতুন কর্মী নিয়োগ দেয়া হবে।  সোমবার (৩০ জুন) দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে এই তথ্য বলা হয়েছে।

মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছর মোট এক লাখ ৬৪ হাজার ৮৫০ জন কর্মীকে নিয়োগ দেবে দেশটি।

২০২৮ সালের মধ্যে এই সংখ্যাটিকে চার লাখ ৯৭ হাজার ৫৫০ জনে উন্নীত করা হবে। 

দেশটির সরকার ইতোমধ্যেই ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে সাড়ে চার লাখেরও বেশি বিদেশি কর্মীকে ওয়ার্ক পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন কর্মীদের নিয়োগের যেমন সিদ্ধান্ত নিয়েছে ইতালি তেমনি অনিয়মিত অভিবাসন ইস্যুতেও বেশ কঠোর অবস্থানে রয়েছে জর্জিয়া মেলোনির সরকার।

মন্ত্রিসভার বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সামাজিক অংশীদারদের চাহিদা এবং পূর্ববর্তী বছরগুলোতে জমা হওয়া ওয়ার্ক পারমিটের প্রকৃত আবেদনগুলো বিবেচনা করে কোটা নির্ধারণ করা হয়েছিল। এই কর্মসূচির লক্ষ্য হলো ব্যবসার চাহিদা পূরণ করা এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া।’


 

তাসমিম

×