জাতীয় সঞ্চয়পত্রের চারটি প্রধান স্কিমের মুনাফার হার কমিয়েছে সরকার, যা ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয় গতকাল এক পরিপত্র জারি করে এ সিদ্ধান্ত জানায়। নতুন হার অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সুদহার হবে ১১ দশমিক ৮৩ শতাংশ, যা আগে ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। একইভাবে, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের সুদের হার ১২ দশমিক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১১ দশমিক ৮২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।