ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গাজা ও ইরান ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

প্রকাশিত: ১৯:১৭, ১ জুলাই ২০২৫

গাজা ও ইরান ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

আগামী সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে মূল আলোচনার বিষয় হবে গাজা ও ইরানের বর্তমান পরিস্থিতি।

হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি তখন ফ্লোরিডার এভারগ্লেডসে অবস্থিত একটি অভিবাসী আটক কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন।

ট্রাম্প বলেন, “আমরা নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো।”

এই বৈঠক এমন সময় হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের গুরুত্ব আরও বেড়ে গেছে।

বিশ্লেষকদের মতে, এই আলোচনায় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা, এবং ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

সূত্রঃ আল জাজিরা

ইমরান

আরো পড়ুন  

×