ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ভালো মানুষহীন রাজনীতি রাষ্ট্রের জন্য বিপজ্জনক

শরিফুল ইসলাম

প্রকাশিত: ০৯:১৩, ১ জুলাই ২০২৫

ভালো মানুষহীন রাজনীতি রাষ্ট্রের জন্য বিপজ্জনক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতি এক ধরনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। একে অন্যকে দমন করার প্রবণতা, বিরোধীদের দেশদ্রোহী বা শত্রু হিসেবে চিহ্নিত করার রাজনীতি আজ সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। এমন রাজনীতি শুধু রাষ্ট্রকে নয়, পুরো সমাজ ব্যবস্থাকেও কলুষিত করে তোলে।

এই বাস্তবতায় যারা নীতিবান, শিক্ষিত এবং সচেতন; তারা রাজনীতিতে জড়াতে চান না। কারণ রাজনীতিতে প্রবেশ করলেই সম্মানহানি, মিথ্যা অপবাদ, হুমকি-ধমকি এমনকি জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়। ফলে ধীরে ধীরে রাজনীতি থেকে ভালো মানুষগুলো সরে দাঁড়ায়, আর শূন্যস্থান দখল করে নেয় সুবিধাবাদী, চাটুকার ও স্বার্থান্বেষীরা।

যতদিন না রাজনীতিতে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা এবং যুক্তিনির্ভর বিতর্কের পরিবেশ গড়ে ওঠে ততদিন ভালো মানুষ রাজনীতির মাঠে পা রাখতে ভয় পাবে। আর যখন রাজনীতি ভালো মানুষ শূন্য হয়, তখন রাষ্ট্রব্যবস্থার অধঃপতন শুধু সময়ের ব্যাপার।

তাই দরকার একটি সংস্কার, যেখানে ভিন্নমতকে সম্মান করা হবে, সমালোচনাকে গঠনমূলকভাবে গ্রহণ করা হবে, এবং রাজনীতিকে প্রতিযোগিতা নয়, সহযোগিতার মাধ্যমে রাষ্ট্র গঠনের মাধ্যম হিসেবে দেখা হবে। তখনই রাজনীতি হবে সম্মানের পেশা, আর ভালো মানুষ রাজনীতিতে আসতে উৎসাহী হবে।

 

লেখক:

শরিফুল ইসলাম,

সাবেক শিক্ষার্থী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগ,

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

রাকিব

×