ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ভারতে কারখানায় বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪৪

ভারতে কারখানায় বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪৪

ভারতের তেলেঙ্গানার কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে মঙ্গলবার ৪৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। এদিকে চলমান উদ্ধার অভিযানে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। সংবাদমাধ্যমের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শ্রমিকরা উড়ে কয়েক মিটার দূরে গিয়ে পড়েন। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে দেখা গেছে, বিস্ফোরণের সময় বেশ কয়েকজন শ্রমিক চুল্লির কাছাকাছি ছিলেন। সাউথ ফার্স্টের মতে, এই চুল্লিতে নিযুক্ত অনেকেই ওড়িশা, উত্তর প্রদেশ এবং অন্যান্য রাজ্যের অভিবাসী শ্রমিক ছিলেন। তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজনারসিমা সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের সময় প্রায় ৯০ জন কর্মচারী সেখানে কাজ করছিলেন। অন্য শ্রমিকদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিস্ফোরণে শিল্প শেডটি সম্পূর্ণরূপে উড়ে যায় এবং বিস্ফোরণের তীব্রতায় কয়েক শ্রমিক বাতাসে উড়ে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ে।

রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে লুহানস্ক

রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে লুহানস্ক

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার তিন বছরেরও বেশি সময় পর দেশটির পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এমনটি জানিয়েছেন অঞ্চলটির রাশিয়া সমর্থিত প্রধান। রয়টার্স জানিয়েছে, ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়াকে তার সীমান্তভুক্ত করে নেওয়ার পর থেকে লুহানস্ক ইউক্রেনের প্রথম অঞ্চল যা পুরোপুরি রাশিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেল। রাশিয়ার সীমান্ত সংলগ্ন এই অঞ্চলটির আয়তন ২৬ হাজার ৭০০ বর্গকিলোমিটার। খবর আরটির। ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন লুহানস্কসহ প্রতিবেশী দোনেৎস্ক, খেরসন ও জাপোরিজিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল বলে ঘোষণা দেন। রাশিয়া বলেছে, এই অঞ্চলটি এখন রাশিয়ার অংশ। এটি তাদের পারমাণবিক ছাতার মধ্যে ঢুকে গেছে এবং এটি কখনোই ফিরিয়ে দেওয়া হবে না। পশ্চিমা দেশগুলো পুতিনের এ পদক্ষেপকে অবৈধ বলে ঘোষণা করেছে আর বিশ্বের অধিকাংশ রাষ্ট্র এর স্বীকৃতি দেয়নি। লুহানস্ক পিপলস রিপাবলিকের রাশিয়ার তৈরি করা প্রশাসনের কর্মকর্তা লিওনিদ পাসেচনিককে অঞ্চলটির প্রধান হিসেবে নিযুক্ত করেছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তিনি বলেছেন, লুহানস্ক পিপলস রিপাবলিক অঞ্চলটি পুরোপুরি মুক্ত হয়েছে।