ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ক্রীড়া ধারাভাষ্যকার অন্বেষণ প্রতিযোগিতা শুরু আজ

প্রকাশিত: ০৫:৪৭, ২২ নভেম্বর ২০১৭

ক্রীড়া ধারাভাষ্যকার অন্বেষণ প্রতিযোগিতা শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়া ধারাভাষ্যকার খোঁজার প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ বুধবার থেকে। সকাল ১০টায় রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘ক্রিকেটে নতুন আওয়াজ’ এই স্লোগানকে সামনে রেখে আরম্ভ হচ্ছে ‘ফ্রেশ প্রেজেন্টেস স্বাধীন কমেন্টেটর হান্ট ২০১৭ পাওয়ার্ড বাই জিটিভি।’ এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত আছে বাংলাদেশ ক্রীড়া ধারাভাষ্যকার সমিতিও। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন চৌধুরী জাফরউল্লাহু শারাফাতসহ সাবেক-বর্তমান ক্রিকেটার এবং বিনোদন জগতের খ্যাতিমান ব্যক্তিরা। ধারাভাষ্যকার হতে আগ্রহী ১৮ বছরের উর্ধে যে কোন তরুণ-তরুণী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। গত ২০ নবেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়। ঢাকার ৭টি নির্দিষ্ট এলাকায় অডিশন চলবে ২২-২৮ নবেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের (৩৫ জন) নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স চলবে ২-৪ ডিসেম্বর পর্যন্ত। মূলত এটা ক্রিকেট ধারাভাষ্যকার অন্বেষণ হলেও কেউ যদি অন্য কোন খেলারও (ফুটবল, হকি) ধারাভাষ্যকার হতে চায় তাহলে তাকেও যোগ্যতারভিত্তিতে বেছে নেয়া হবে। ধারাভাষ্যকার বাংলা বা ইংরেজী যে কোন ভাষাতেই কাজ করতে পারবেন। প্রশিক্ষণ শেষে বাছাইকৃত সেরা ১০ জন আগামী ৫ ও ৬ ডিসেম্বর রেডিও স্বাধীনে প্রচারিত বিপিএল ক্রিকেট ম্যাচে সরাসরি ধারাভাষ্য দেবার সুযোগ পাবেন। তারপর বিচারকদের নম্বর এবং জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত পাঁচ সৌভাগ্যবান ধারাভাষ্যকারকে (তিন ধারাভাষ্যকার এবং দুই স্পোর্টস প্রেজেন্টার, একজন টিভির, অপরজন রেডিও’র) ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত গালা নাইটে ফলাফল ঘোষণার মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে, যারা গাজী টিভি ও রেডিও স্বাধীনে খেলাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পাবেন।
×