দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha

ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

waltonbd
waltonbd
Sopno
Sopno
adbilive
adbilive
তারেকসহ পলাতক আসামিদের ধরার চেষ্টা অব্যাহত

তারেকসহ পলাতক আসামিদের ধরার চেষ্টা অব্যাহত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ১৫ সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সংরক্ষিত মহিলা আসনের সরকারদলীয় এমপি ফরিদা ইয়াসমীনের প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।  ওই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমান ওরফে তারেক জিয়াসহ সাজাপ্রাপ্ত ১৫ আসামি বর্তমানে পলাতক রয়েছে। বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দীন, হারিছ চৌধুরী ও রাতুল আহম্মেদ বাবু ওরফে রাতুল বাবুদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করা আছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় ৫২ জনকে আসামি করে দুটো অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রায় ঘোষণার আগে অভিযোগপত্রভুক্ত ৫২ জন আসামির মধ্যে ৩ জন আসামির অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গত ২০১৮ সালের ১০ অক্টোবর রায় ঘোষণা করেন।

SomajVabna
বাড়ছে তিস্তার পানি ॥  খুলে দেওয়া হয়েছে  ৪৪টি গেট

বাড়ছে তিস্তার পানি ॥ খুলে দেওয়া হয়েছে ৪৪টি গেট

হু হু করে বাড়ছে তিস্তার পানি। সিকিম পাহাড়ে টানা কয়েকদিনের ভারি বর্ষণের কারণে তিস্তার পানি বেড়ে বাংলাদেশের নীলফামারীর ডালিয়া ও রংপুরের কাউনিয়া  পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। ঈদের আগেই তিস্তা নদীর বন্যা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে এমন আভাসে  তিস্তা অববাহিকার নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার চরের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এতে চর এলাকায় কয়েক হাজার একর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। অপরদিকে উজানে তিস্তা নদীর গতিপথ পরিবর্তনের খবর পাওয়া গেছে।

নাচ গান ও  কবিতায়  বর্ষাবন্দনা

নাচ গান ও কবিতায় বর্ষাবন্দনা

বিদায় নিল জ্যৈষ্ঠের খরতাপ। এলো প্রশান্তির পরশমাখা আষাঢ়। সেই সুবাদে হাজির হলো রূপ-লাবণ্যে ভরপুর ঋতু বর্ষা। শনিবার ছিল বর্ষাকালের প্রথম দিন পহেলা আষাঢ়। এদিন সকাল থেকে সন্ধ্যা অবধি বৃষ্টি না ঝরলেও শিল্পিত পরিবেশনায় সিক্ত হয়েছে সংস্কৃতিপ্রেমী নাগরিকের মন-প্রাণ। গানের সুরে, কবিতার ছন্দে কিংবা নাচের নান্দনিকতায় উপস্থাপিত হয়েছে রূপময় ঋতুর বন্দনা। বৈচিত্র্যময় সেসব পরিবেশনায় বর্ষারানীকে স্বাগত জানানোর সমান্তরালে উচ্চারিত হয়েছে প্রাণ ও প্রকৃতি রক্ষার আহ্বান। বর্ষার আগমনী সুরে এদিন সকাল থেকে সরব হয়ে ওঠে রাজধানীর সংস্কৃতি ভুবন। বাংলা একাডেমির নজরুল মঞ্চে ‘প্রাণ-প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বিশ্ব বিবেক’ স্লোগানে বর্ষা উৎসবের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অভিন্ন উৎসবের আয়োজন করে বর্ষা উৎসব উদ্্্যাপন পরিষদ।

সেনা-বিদ্রোহীদের লড়াইয়ে মানবঢাল রোহিঙ্গারা

সেনা-বিদ্রোহীদের লড়াইয়ে মানবঢাল রোহিঙ্গারা

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) তথ্য অনুসারে, ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার রোহিঙ্গা গোষ্ঠীর মানুষকে সেনাবাহিনীতে জোর করে নিয়োগ দেওয়া হয়েছে। জাতিসংঘ বলেছে, রোহিঙ্গাদের রণক্ষেত্রে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেনাবাহিনীর জোরপূর্বক নিয়োগের লক্ষ্য হলো সেনাদের হতাহত ও পক্ষত্যাগের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা। প্রতি মাসে ৫ হাজার সেনা নিয়োগের পরিকল্পনা রয়েছে সামরিক বাহিনীর। সেনা নিয়োগ সংশ্লিষ্ট আইনটি দেশটির নাগরিকদের ওপর কার্যকর হওয়ার কথা। খবর দ্য গার্ডিয়ানের।

গ্রিন শিপইয়ার্ডে রূপান্তর হচ্ছে জাহাজ ভাঙা শিল্প

গ্রিন শিপইয়ার্ডে রূপান্তর হচ্ছে জাহাজ ভাঙা শিল্প

ষাটের দশকে চট্টগ্রামের সীতাকুন্ডের সাগর উপকূলে শুরু হয় পুরাতন জাহাজ ভাঙা শিল্পের গোড়াপত্তন। লাভজনক হওয়ায় দেশে পুঁজিপতিরা এ ব্যবসায় বিনিয়োগ করেন। সম্প্রসারিত হতে থাকে এ খাত। বর্তমানে ৪০টির মতো শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে। যদিও কাগজে কলমে বাংলাদেশে ১৫০টি শিপইয়ার্ডের নিবন্ধন রয়েছে। তবে দেশে শিল্প খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত জাহাজ ভাঙা শিল্প। সুষ্ঠু-সুন্দর কর্মপরিবেশ না থাকা, শ্রমিক মৃত্যুর হার বেড়ে যাওয়ায় দেশের শিপ ইয়ার্ডগুলোকে গ্রিন ইয়ার্ডে রূপান্তরের নির্দেশনা দেয় হংকং কনভেনশন। বর্তমানে ৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন ইয়ার্ডের স্বীকৃতি পেয়েছে। বাস্তবায়নের পথে রয়েছে আরও ১০টি। তবে এখন আর্থিক ও বিভিন্ন সংকটে গ্রিন শিপইয়ার্ড রূপান্তর বেশ কষ্টসাধ্য।

একটি  পর্যালোচনা

একটি পর্যালোচনা

সাধারণ মানুষ প্রত্যাশা করে উচ্চমূল্যের বাজার থেকে তারা স্বস্তি পাবে। ব্যবসায়ীরা মনে করে ব্যবসা পরিচালনা ব্যয় কমবে, বিনিয়োগ বাড়বে, বেসরকারি খাতে উৎপাদন বাড়বে, মধ্যবিত্তরা আশা করে  টিসিবির ট্রাকের পিছনে মুখ লুকিয়ে দাঁড়ানো লাগবে না, সবার আশা কি ঘোষিত বাজেটে পূরণ হবে? অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের যে বাজেট দিলেন, তাতে নতুন অর্থ বছরের আশার কথা শুনিয়েছেন। মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনার কথা বলছেন যদিও বিগত দুটি বাজেটের নিয়ন্ত্রণের কথা বললেও তা ৯ শতাংশের ওপরে অবস্থান করছে।  আগামী অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে প্রস্তাব করা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি  টাকা । আয় ধরা হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। ঘাটতি দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার ৭ শত ৮৫ কোটি টাকার বাজেট ঘোষিত হলেও সংশোধিত বাজেটে তা কমে ৭ কোটি ১৪ লাখ ৪১৮ কোটি টাকা দাঁড়ায়।

বাজেট এবং খাদ্য নিরাপত্তা

বাজেট এবং খাদ্য নিরাপত্তা

বিগত ৬ জুন তারিখে মহান জাতীয় সংসদে (২০২৪-২০২৫) অর্থবছরে দেশের ইতিহাসে  সবচেয়ে বড় বাজেট পেশ করেন বর্তমান সরকারের  অর্থমন্ত্রী যাকে বলা হয় ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট, দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল, সেই লক্ষ্য পূরণকে সর্বাগ্রে জোর দেওয়া হয়েছে আগামী বাজেটে। যার মধ্যে কৃষি বাজেট একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। কৃষি খাতের অবদান তুলে ধরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘দানাদার শস্যের মোট উৎপাদন ১ কোটি ৮০ লাখ টন থেকে প্রায় চার গুণ বেড়ে ৪ কোটি ৯২ লাখ ১৬ হাজার টন হয়েছে। মোট মৎস্য উৎপাদন ২১ দশমিক ৩০ লাখ টন থেকে আড়াই গুণ বেড়ে হয়েছে ৫৩ দশমিক ১৪ লাখ টন। আর গবাদিপশুর সংখ্যা ৪ কোটি ২৩ লাখ ১ হাজার থেকে প্রায় দুই গুণ বেড়ে ৭ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার, পোলট্রির সংখ্যা ১৮ কোটি ৬ লাখ ২২ হাজার থেকে প্রায় তিন গুণ বেড়ে ৫২ কোটি ৭৯ লাখ ১৯ হাজারে দাঁড়িয়েছে।’