পরীমনি নামের গরুটি
আসছে কোরবানি ঈদে আমেজ যেন সবার মনে। পশু নিয়েই মোটামুটি ব্যস্ত সবাই। হাটে দেখা যায় বিভিন্ন দামে বিভিন্ন রকমের পশু। অনেক পশুকে আবার আদর করে নামকরণ করা হয়।
পশুর হাটে নায়ক-নায়িকাদের নামের পশুও দেখা যায়। কিছুদিন আগে জায়েদ খান নামে একটি গরুর ছবি বেশ ভাইরাল হয়। ডিগবাজি দেয় বলে এমন নাম রাখা হয়েছে গরুর। এবার নতুন করে শোনা যায় একটি গরুর নাম রাখা হয়েছে পরীমনি।
গরুটির মালিকের সাথে কথা বলে জানা যায়, ব্যবহারের কারণে তিনি তার পালিত গরুটির নাম রেখেছেন পরীমনি। তিনি বলেন গরুটির স্টাইল এবং গায়ের রঙও নাকি পরীমনির মত।
গরুর মালিকের মতে, একজন নায়িকাকে যেভাবে রাখা হয় তিনি ঠিক সেভাবেই রেখেছেন তার পরীমনি নামের গরুটিকে। তাকে সঠিক সময়ে খাওয়া, গোসল এবং যাবতীয় খেয়াল রাখা হয়।
পরীমনি নামের গরু গমের চাল, ভুট্টার আটা, খুদের ভাত ও ভুষি খায়। সে রোদে যায় না, সঠিক সময়ে গোসল করানো হয়।
আবার তিনি বলেন তার পরীমনি নাকি মেক-আপও করে, গরুটির মেক আপ করতে সময় লাগে আধ ঘন্টা, গোসল করতে সময় লাগে ১ ঘন্টা। তাকে ১০ টি শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়।
সবশেষ গরুটির মালিক বলেন, পরীমনি নিজে এসে যদি গরুটি কিনেন তাহলে ১০\২০ হাজার টাকার ছাড় দেয়া যাবে কিন্তু কাস্টমারের জন্য কোনো ছাড় নেই।
শিলা