ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন

প্রকাশিত: ০১:৫৩, ৩১ মে ২০২৪

শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন

শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন

শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন-এর কার্যক্রম সম্প্রসারণের (নতুন শাখা খোলা) লক্ষ্যে ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, নারয়ণগঞ্জ ও মানিকগঞ্জ), চট্টগ্রাম বিভাগের (ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, নোয়াখালী, লাক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী), খুলনা বিভাগের (খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা), বরিশাল, রংপুর, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের প্রার্থীদের কাছ থেকে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামে নি¤েœাক্ত পদসমূহের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম
১. পদের নাম: ট্রেইনি অফিসার। পদ সংখ্যা: ৪০০টি। বেতন: ১২,০০০/- (প্রশিক্ষণ ভাতা- আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে), ২০,৫০০/- (শিক্ষানবিসকালে)। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
২. পদের নাম: অ্যাকাউন্টেন্ট। পদ সংখ্যা: ৬০টি। বেতন: ২২,৫০০/- (শিক্ষানবিসকালে)। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ম্যানেজমেন্ট)। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
৩. পদের নাম: শাখা ব্যবস্থাপক, গ্রেড-১। পদ সংখ্যা: ৫০টি। বেতন: ৩৬,০০০/- (শিক্ষানবিসকালে)। শিক্ষাগত যোগ্যতা: ¯œাতক/¯œাতকোত্তর। বয়স: সর্বোচ্চ ৪৪ বছর।
৪. পদের নাম: সিনিয়র শাখা ব্যবস্থাপক। পদ সংখ্যা: ২০টি। বেতন: ৪০,০০০/- (শিক্ষানবিসকালে)। শিক্ষাগত যোগ্যতা: ¯œাতক/¯œাতকোত্তর। বয়স: সর্বোচ্চ ৪৬ বছর।
৫. পদের নাম: এরিয়া সুপারভাইজার। পদ সংখ্যা: ২০টি। বেতন: ৪৫,০০০/- (শিক্ষানবিসকালে)। শিক্ষাগত যোগ্যতা: ¯œাতক/¯œাতকোত্তর। বয়স: সর্বোচ্চ ৪৭ বছর।
৬. পদের নাম: রিজিওনাল হেড। পদ সংখ্যা: ৫টি। বেতন: ৬৮,০০০/- (শিক্ষানবিসকালে)। শিক্ষাগত যোগ্যতা: ¯œাতক/¯œাতকোত্তর। বয়স: সর্বোচ্চ ৫০ বছর।
হেলথ প্রোগ্রাম
৭. পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক/সিনিয়র প্যারামেডিক (মহিলাদের অগ্রাধিকার)। পদ সংখ্যা: ২০টি। বেতন: ১৬,২০০/-। শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল ইনস্টিটিউট থেকে ৪ বছরের ম্যাটস (ডিপ্লোমা) কোর্স সম্পন্ন হতে হবে অথবা ২ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বিস্তারিত জানুন:ww w.shakti.org.bd/career A_evww w.facebook.book.com/SFDWbd
আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২৪।

×