ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

৫ অঙ্কের আয়, কোনো অফিস নয়! যে উপায়ে তরুণরা এগোচ্ছে নতুন পথে

প্রকাশিত: ১২:১৮, ১০ জুলাই ২০২৫

৫ অঙ্কের আয়, কোনো অফিস নয়! যে উপায়ে তরুণরা এগোচ্ছে নতুন পথে

ছবি: সংগৃহীত

বর্তমান তরুণ প্রজন্ম, বিশেষ করে আলফা ও জেনারেশন জেড, আর আগের মতো ৯-৫ চাকরির ধার ধারে না—তাদের অনেকেই ফ্রিল্যান্সিং, সাইড হ্যাসেল কিংবা উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিচ্ছেন।

একটি সাম্প্রতিক আপওয়ার্ক জরিপে দেখা গেছে, ৫৩% জেন জেড ফ্রিল্যান্স ক্যারিয়ারকেই প্রাধান্য দিচ্ছে। অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম K12-এর এক সমীক্ষায় জানা গেছে, তরুণ উদ্যোক্তারা কীভাবে তাদের প্রথম ১০ হাজার ডলার আয় করছেন, তার নানাদিক। ৩৮০ জন তরুণ উদ্যোক্তার মধ্যে ৬৮% জানিয়েছে—স্বাধীনতা পাওয়াই তাদের মূল প্রেরণা। অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে জীবিকার ব্যয় (৪৫%), বন্ধুদের প্রভাব (৮%) এবং পারিবারিক চাপ (৬%)। এরা অনেকেই ফ্রিল্যান্স সার্ভিস (৩০%), পণ্য বিক্রি (২৯%) বা পুরনো জিনিস রিসেল করে (১৮%) আয় করছে। ৬২% তরুণ নিজেদের সঞ্চয় দিয়েই ব্যবসা শুরু করেছে।

তবে অনেকেই আক্ষেপ করেছে যে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রয়োজনীয় দক্ষতা—যেমন মার্কেটিং, ট্যাক্স ব্যবস্থাপনা, বাজেটিং ও বিনিয়োগ—শেখায়নি। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি যোগাযোগ, সমস্যা সমাধান ও সহযোগিতার মতো "মানবিক দক্ষতা"ও সমান গুরুত্বপূর্ণ। এই তরুণরা দেখিয়ে দিচ্ছে, প্রথাগত চাকরির বাইরেও আয় এবং সাফল্যের বিশাল দুনিয়া রয়েছে।

শিহাব

×