
.
অনুষ্ঠানের শিরোনাম ‘শিল্পী আমি তোমাদেরই গান শুনাব’। অনুষ্ঠানে গান এবং কথামালায় অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রুনা লায়লা। বাংলাদেশ বেতারের এ বিশেষ অনুষ্ঠান প্রচার হবে ঈদের দিন বেলা ১১টায়। এই অনুষ্ঠানে প্রচার হবে তার গাওয়া নতুন গান ‘ভেজা ভেজা রাত ভেজা ভেজা মন’। গানটি লিখেছেন জীবন্ত কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিক উজ্জামান, সুর করেছেন মো. সাদেক আলী।
এরই মধ্যে বাংলাদেশ বেতারে এই গান রেকর্ডিয়ের কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে রুনা লায়লার সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আশরাফুল আলম। এবারের আয়োজন নিয়ে রুনা লায়লা বলেন, গত ঈদেও সাদেক আলীর সুরে একটি গান করেছিলাম বেতারের জন্য। এবারের ঈদেও করেছি। গুণী গীতিকার রফিক উজ্জামান ভাইয়ের লেখা গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার না বলা অনেক কথা এই সাক্ষাৎকারে শ্রোতারা শুনতে পাবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।