ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৪সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা,দাউনকান্দি

প্রকাশিত: ১৯:২০, ১০ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২০:১৮, ১০ ডিসেম্বর ২০২৪

ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৪সদস্য আটক

আটককৃত ডাকাত দলের সদস্যরা

কুমিল্লার হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৪সদস্যকে আটক করেছে হোমনা থানা পুলিশ।

সোমবার(৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঘারমোড়া-হোমনা সড়কের মিরশ্বীকারী স্টীলের ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জাবেদ উল ইসলাম।

আটককৃতরা হল, উপজেলার মধ্যকান্দি মোল্লা বাড়ীর গ্রামের আব্দুল জলিল, প্রকাশ জলিল আমিনের ছেলে মোঃ রাসেল (৩৬), হোমনা সদর ফকির বাড়ীর আব্দুর রব মাঝি'র ছেলে আব্দুল হালিম (৩০), তিতাস উপজেলার কেশবপুর মোল্লা বাড়ীর আব্দুর রশিদের ছেলে মোঃ ফিরোজ (৩৬), (বর্তমান হোমনা ৪নং ওয়ার্ডের ভাড়াটিয়া) ও মুরাদনগরের বাখারাবাদ গ্যাস ফিল্ড সংলগ্ন রানীমুহুরী গ্রামের মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৫)।

পুলিশ জানায়, মোঃ রাসেলের নিকট থেকে ১টি রাম দাঁ, ১টি লোহার ছুরি, আব্দুল হালিমের নিকট থেকে ১টি লোহার শাবল, মোঃ ফিরোজের থেকে ১টি লোহার ছুরি ও সবুজ মিয়ার নিকট থেকে ১টি চাকু উদ্ধার করা হয়।

 

সাইদুর

×