ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

চীনের কাছে ২১-০ গোলে হারল বাংলাদেশ

প্রকাশিত: ০০:৫৩, ৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০০:৫৭, ৮ ডিসেম্বর ২০২৪

চীনের কাছে ২১-০ গোলে হারল বাংলাদেশ

ছবি: সংগৃহীত।

ওমানের রাজধানী মাসকটে যুব এশিয়া কাপ হকির পুরুষ আসর শেষ হতেই শুরু হয়েছে মহিলাদের প্রতিযোগিতা। প্রথম দিনেই বাংলাদেশ শক্তিশালী চীনের বিরুদ্ধে মাঠে নামলেও তাদের জন্য ছিল এক দুঃস্বপ্নের সন্ধ্যা। এই ম্যাচে বাংলাদেশ ১৯ গোল হজম করেছে এবং একটি গোলও শোধ করতে পারেনি।

ম্যাচের প্রথম থেকেই চীনের আধিপত্য ছিল বিস্ময়কর। প্রথম কোয়ার্টারে ৬ গোল করে তারা দাপট দেখায়, এরপর দ্বিতীয় কোয়ার্টারে আরো ৪ গোল তুলে নেয়। তৃতীয় কোয়ার্টারে ৪ গোল করে ব্যবধান দাঁড়ায় ১৪-০। শেষ কোয়ার্টারেও চীনা মেয়েরা থেমে থাকেনি এবং আরো ৫ গোল করে ম্যাচটি ১৯-০ গোলের বিপরীতে শেষ হয়।

বাংলাদেশের নারী হকি দল এই টুর্নামেন্টে তাদের প্রথম অভিজ্ঞতা নিচ্ছে, যা তাদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্স আপ হয়ে তারা এই এশিয়া কাপের টিকিট পায়। তবে, এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য এখনও অনেকটাই। প্রথম ম্যাচেই এটি স্পষ্ট হয়ে গেছে। আগামীকাল বাংলাদেশের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকবে ভারত।

তবে, যুব এশিয়া কাপের পুরুষ দলটি বাংলাদেশে বেশ ভালো পারফর্মেন্স দেখিয়েছে। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পাশাপাশি তারা পঞ্চম স্থান অধিকার করেছে। পুরুষদের দলের দুইটি ম্যাচ ছিল চীনের বিরুদ্ধে। গ্রুপ পর্যায়ে ১-১ গোলে ড্র করার পর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনকে হারিয়ে দেয়। কিন্তু চীনের বিরুদ্ধে নারীদের এই তিক্ত হার, পুরুষ দলের জন্য যেন একটি প্রতিশোধ হয়ে দাঁড়াল।

নুসরাত

×