ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

সেমিফাইনালে সাবালেঙ্কা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪১, ৫ সেপ্টেম্বর ২০২৪

সেমিফাইনালে সাবালেঙ্কা

ইউএস ওপেনের সেমিতে মুখোমুখি সাবালেঙ্কা ও নাভারো (ডানে)

ইউএস ওপেনে এবারের আসরের শুরু থেকেই একের পর এক অঘটন দেখেছে টেনিস দুনিয়া। এমা রাদুকানু, নাওমি ওসাকার পর বর্তমান চ্যাম্পিয়ন কোকো গফও বিদায় নিয়েছেন মেয়েদের একক থেকে। তবে শুরু থেকেই দাপট অব্যাহত রেখে মৌসুমের শেষ মেজর এই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন এরিনা সাবালেঙ্কা।

টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই বেলারুশ সুন্দরী বুধবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে ৬-১ এবং ৬-২ গেমে উড়িয়ে দেন প্যারিস অলিম্পিকের স্বর্ণপদকজয়ী চীনের কিনওয়েন ঝ্যাংকে। ফাইনালে উঠার লড়াইয়ে সাবালেঙ্কার প্রতিপক্ষ আমেরিকার এমা নাভারো। শেষ আটে যিনি ৬-২ এবং ৭-৫ গেমে হারান পাওলা বাদোসাকে।

×