ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সৌদি প্রো-লিগ

উড়ছেন রোনাল্ডো ছন্দহীন নেইমার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২৩

উড়ছেন রোনাল্ডো ছন্দহীন নেইমার

সোদি প্রো-লিগে আল-নাসরের জোড়া গোলদাতা পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো

সোদি প্রো-লিগে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শুক্রবারও আল-নাসরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন সিআর সেভেন। মূলত, তার জোড়া গোলের সৌজন্যেই আল-নাসর এদিন ৪-৩ গোলে পরাজয়ের স্বাদ উপহার দেয় আল-আহলিকে। শুক্রবার রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয় মাঠে প্রো-লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-নাসর ও আল-আহলি। ম্যাচের শুরু থেকেই দেখা যায় সিআর সেভেনের দাপট। 
খেলা শুরুর মাত্র ৩ মিনিট পরেই স্কোরবোর্ডে নাম লেখান পর্তুগিজ সুপারস্টার। সাদিও মানের নিচু শটে বাঁ পায়ের ছোঁয়ায় গোলের সূচনা করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার। প্রথমার্ধের ১৭ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় নাসর। লাপোর্তের পাস থেকে গোল ব্যবধান দ্বিগুণ করেন তালিস্কা। তথাপি হাল ছাড়েনি আল-আহলি। ম্যাচের ৩০মিনিটেই এক গোল শোধ দেয় আল-আহলি। ফ্রাঙ্ক কেসির গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন তারা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে তালিস্কা ব্যক্তিগত দ্বিতীয় গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল-নাসর।

বিরতির পর আল-আহলির হয়ে গোল করেন রিয়াদ মাহরেজ। পেনাল্টির সৌজন্যে গোল করেন তিনি। তবে তার দুই মিনিট পর আবারও ক্রিস্টিয়ানো গোল করে উৎসবের উপলক্ষ এনে দেন আল নাসর শিবিরে। দলের চতুর্থ আর ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন সিআর সেভেন। তখন ম্যাচের ফল দাঁড়ায় ৪-২। তবে ৮৭ মিনিটে আহলির বদলি খেলোয়াড় ফেরাস আল-ব্রিকানে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-৩। এরপর আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে আল-নাসর। 
এই ম্যাচে প্রতিপক্ষের জালে দুইবার বল জড়ানোর ফলে চলতি মৌসুমে সৌদি প্রো-লিগে সব মিলিয়ে ছয় ম্যাচে ৯ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ফলে ২০২৩ সালে সব মিলিয়ে পর্তুগিজ সুপারস্টারের গোলসংখ্যা হলো ৩৪। সিআর সেভেনের চেয়ে দুটি বেশি অর্থাৎ ৩৬ গোল নিয়ে তার ওপরে রয়েছেন কেবল ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। জোড়া গোলের পর দারুণ উচ্ছ্বসিত সিআর সেভেন। এ প্রসঙ্গে ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আমি এখনো ফুটবল ভালোবাসি। আমি খেলতে, গোল করতে এবং ম্যাচ জিততে পছন্দ করি। আমি এভাবেই খেলে যাব যতক্ষণ পর্যন্ত না পা বলে, ক্রিস্টিয়ানো ইটস ওভার, ততক্ষণ পর্যন্ত আমি খেলেই যাব আর আমার দলকে সাহায্য করে যাব।’

নিজের খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি এদিন আবারও সৌদি প্রো-লিগের প্রশংসা করেন রোনাল্ডো, ‘আমাদের দারুণ সব খেলোয়াড় আছে। এই লিগ দিনে দিনে আরও সমৃদ্ধ হচ্ছে। সৌদির মানুষের এটা প্রাপ্য। কারণ তারা দারুণ মানুষ।’ এদিকে, রোনাল্ডো উড়লেও সৌদি প্রো-লিগে ছন্দহীন নেইমার। টানা চার ম্যাচ জয়ের পর বৃহস্পতিবার ড্র করেছে তার দল আল-হিলাল। তাও আবার তলানির দিকের দল দামাকের কাছে ১-১ গোলে ড্র করে তারা। এই ম্যাচেও সবচেয়ে বেশি নজর ছিল নেইমারের ওপর। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার যেন নিজের নতুন ক্লাবে খোলস ছেড়েই বের হতে পারছেন না।  
গোল তো পাচ্ছেনই না, এমনকি গোলেও সহায়তা করার কোনো সুযোগও কাজে লাগাতে পারছেন না, পারফরম্যান্সে নেই আগের ছাপ। এই ম্যাচে ড্রয়ের ফলে ৭ ম্যাচে ৫ জয় আর ২ হারে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আল-হিলাল।

×