ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইয়র্কশায়ারে খেলা হচ্ছে না তাসকিনদের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৫, ৭ জুন ২০২৩

ইয়র্কশায়ারে খেলা হচ্ছে না তাসকিনদের

মেহেদি হাসান মিরাজ

কিছুদিন আগে জানা যায় ইংলিশ কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছেন ডানহাতি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিনি ওয়ারউইকশায়ারের হয়ে ওয়ানডে লিগে খেলবেন। এর পাশাপাশি ডানহাতি পেসার তাসকিন আহমেদও প্রস্তাব পেয়েছেন। গতিময় এই পেসারকে ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার প্রস্তাব দেয় লঙ্গার ভার্সনে কিছু ম্যাচ খেলার জন্য। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই প্রস্তাব মানছে না। কারণ বিশ্বকাপের আগে ইনজুরি প্রবণ এই অন্যতম নির্ভরযোগ্য পেসারকে নিয়ে কোনো ঝুঁকির মধ্যে থাকতে চায় না বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। 
তাসকিনকে প্রস্তাব করা হয়েছে লঙ্গার ভার্সনের জন্য। কিন্তু মাত্র কিছুদিন আগেই ইনজুরি সমস্যার কারণে পুনর্বাসন প্রক্রিয়া কাটিয়ে ফিরেছেন তাসকিন। এই পরিস্থিতিতে বিশ্বকাপ সামনে রেখে দলের অপরিহার্য এই পেসারকে কাউন্টিতে খেলার অনুমতি দিতে চাইছে না বিসিবি। এ বিষয়ে জালাল বলেছেন, ‘হ্যাঁ, ইয়র্কশায়ার তাকে খেলাতে চেয়েছিল কিন্তু আমরা তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। বিশ্বকাপের আগে কাউন্টিতে লাল বলের ক্রিকেট খেলে সে ক্লান্ত হোক, আমরা তা চাই না। সে কেবলই ইনজুরি থেকে সুস্থ হয়েছে। আমাদের টেস্ট স্কোয়াডেও আছে এবং তাকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে।’

ঘরের মাঠে গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েন তাসকিন। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি তার। পুনর্বাসন শেষে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে তাকে ফেরানো হয়। পুরো ছন্দে নিয়মিত মিরপুরে বোলিং করছেন ডানহাতি পেসার। মাঠে ফিরতে মুখিয়ে থাকা এ ক্রিকেটার জানিয়েছিলেন, ‘চোটের কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহূর্তটা খুব দুঃখজনক। তবে এখন বুঝতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তারপর নিজের ওয়ার্ক-এথিকস, প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন এসেছে। ক্রিকেটার হিসেবে যা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ওটিস বিগবসন বর্তমানে ইয়র্কশায়ারের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। তিনি দীর্ঘ সময় তাসকিনকে কাছে থেকে দেখেছেন। মূলত তারই মাধ্যমে তাসকিনকে প্রস্তাব দেওয়া হয় কাউন্টিতে ক্লাবটির হয়ে খেলার জন্য। কিন্তু সেই প্রস্তাবে বিশ্বকাপ অত্যাসন্ন হওয়ার কারণে রাজি হয়নি বিসিবি।

×