ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্দ্রেভার উড়ন্ত শুরু

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২০, ৩১ মে ২০২৩

আন্দ্রেভার উড়ন্ত শুরু

মিরা আন্দ্রেভা

মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক তারকাকে হারিয়ে মাদ্রিদ ওপেন কাঁপিয়ে দিয়েছিলেন মিরা আন্দ্রেভা। স্বপ্নের ফ্রেন্স ওপেনেও রাশান কিশোরীর শুরুটা হলো উড়ন্ত। প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের অ্যালিসন রিসকেকে সরাসরি ৬-২, ৬-১ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন আন্দ্রেভা। 
এছাড়া প্রথম রাউন্ডে জয় পেয়েছেন সুইজারল্যান্ডের রেবেকা পিটারসন, চিনের ওয়াং জিয়ান, ফ্রান্সের ডিয়ান পেরি এবং তিউনিসিয়ার ওনস জাবেউর। রেবেকা ফরাসি ফিওনা ফেরোকে হারিয়েছেন ৬-২, ৬-০ সেটে। চেক রিপালিকের ৩১তম বাছাই মারি বোউজকোভার বিপক্ষে ওয়াংয়ের জয় ৬-৪, ৭-৬ (৭/৫) সেটে। আর ইতালিয়ান লুসি ব্রোজেত্তির বিপক্ষে জাবেউরের জয় ৬-৪, ৬-১ সেটে। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের জুনিয়র বিভাগের ফাইনালে উঠেছিলেন আন্দ্রেভা। সিনিয়র লেভেলে তার প্রথম টুর্নামেন্ট ছিল গত এপ্রিল-মে’র মাদ্রিদ ওপেন। যেখানে বয়স ১৬ পূর্ণ হওয়ার আগেই র‌্যাঙ্কিংয়ের সেরা বিশের মধ্যে থাকা তিন খেলোয়াড়কে হারিয়ে ইতিহাস গড়া কিশোরী টেনিস দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছিলেন। তখনই জানিয়েছিলেন, সিনিয়র লেভেলে গ্র্যান্ডস্লাম জয় তার জীবনের বড় স্বপ্ন। যে স্বপ্ন লালন করে এবার ফ্রান্সে পাড়ি জমিয়েছেন।

×