এলিনা রিবাকিনা
ইন্ডিয়ান ওয়েলসের পর মিয়ামি ওপেনেও অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন এলিনা রিবাকিনা। দাপুটে পারফর্ম্যান্সের সৌজন্যেই গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের এই তারকা ৬-৩ এবং ৬-০ গেমে পরাজিত করেন ইতালির মার্টিনা ট্রেভিসানকে। সেইসঙ্গে টানা ১২ ম্যাচে জয়ের রেকর্ড গড়েন। ফাইনালে উঠার পথে আজ তার প্রতিপক্ষ জেসিকা পেগুলা। কোয়ার্টার ফাইনালে আমেরিকান তারকা তিন সেটের কঠিন লড়াইয়ের পর হারের স্বাদ উপহার দেন ইনফর্ম এনাস্তাসিয়া পোতাপোভাকে। ম্যাচের ফল ৪-৬, ৬-৩ এবং ৭-৬ (৭/২)।