ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন বছরে জাতীয় দলের কোচ ক্যাবরেরার লক্ষ্য

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪১, ২৬ জানুয়ারি ২০২৩

নতুন বছরে জাতীয় দলের কোচ ক্যাবরেরার লক্ষ্য

ক্যাবরেরা

ক’দিন আগেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেটা আরও এক বছরের জন্য। বুধবার জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের সঙ্গে সভা করেছেন এই স্প্যানিশ কোচ। সভা শেষে গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন বছরটি তার জন্য অনেক চ্যালেঞ্জের।

৩৮ বছর বয়সী ক্যাবরেরা বলেন, ‘জাতীয় দলের সঙ্গে থেকে দারুণ অভিজ্ঞতা হয়েছে, ২০২২ সালটি। ফল আরও ভালো হতে পারত। কিন্তু সবার উচিত পারফর্ম্যান্সের দিকে মনোযোগ দেয়া। গেম বাই গেম উন্নতি করা। নতুন করে চুক্তি হওয়ায় আমি খুশি। দায়বদ্ধতা রয়েছে। এটা চ্যালেঞ্জও। আমাদের মিশন হলো ফলের দিকটায় উন্নতি করতে হবে। নতুন বছরে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আমাদের খেলতে হবে। উন্নতি করতে হবে।’
এ বছর বাংলাদেশ ফিফা প্রীতি ম্যাচ, সাফ ও বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে। ‘প্রথম অ্যাসাইমেন্ট মার্চে। আমাদের ঘরের মাঠে খেলতে হতে পারে। দর্শক-সমর্থকদের সামনে ভালো পারফর্ম্যান্স করে দেখাতে হবে। এরপর সাফ চ্যাম্পিয়নশিপ আছে। সেখানে চ্যালেঞ্জ আছে। আছে বিশ্বকাপ বাছাইপর্ব। সবই গুরুত্বপূর্ণ।’

ক্যাবরেরার কাছ থেকে এই বছর আরও ভালো কিছু প্রত্যাশা করছেন কাজী নাবিল আহমেদ, ‘এই বছর আমরা এমনভাবে খেলতে পারি অবশ্যই চাইবো যেন র‌্যাঙ্কিংয়ে উন্নতি হোক। কয়েক ধাপ এগিয়ে আসতে পারি। এটা একদিনে হবে না। ধাপে ধাপে হতে হবে। এছাড়া সবসময় যেটা থাকে সাফকেন্দ্রিক চিন্তা-ভাবনা, সেই সাফে ভালো করা নিয়ে সব ধরনের আলোচনা হয়েছে।’

×