ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ঢাবিতে বিশ্বকাপ খেলা দেখানো ১২ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

প্রকাশিত: ১৮:০৫, ৯ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৮:০৭, ৯ ডিসেম্বর ২০২২

ঢাবিতে বিশ্বকাপ খেলা দেখানো ১২ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

ঢাবিতে বিশ্বকাপ খেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের তিনটি স্থানে বড় পর্দায় খেলা দেখানো স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান নগদ। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে নগদের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনী আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো। প্রথম সেমিফাইনাল থেকে যথারীতি খেলা প্রদর্শিত হবে।

গত ২০ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য ও মহসিন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর আয়োজন করে নগদ। তাদের সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এদিকে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় প্রদর্শিত বিশ্বকাপ ফুটবল ম্যাচ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যরা উপভোগ করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


 

এমএস

×