ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এশিয়া কাপ- দলে ফিরলেন সাব্বির-সাইফউদ্দিন

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ০০:২৬, ১৪ আগস্ট ২০২২

এশিয়া কাপ- দলে ফিরলেন সাব্বির-সাইফউদ্দিন

সাব্বির-সাইফউদ্দিন

দলটি আগেই তৈরি করে ফেলেন নির্বাচকরাকিন্তু প্রথমত ইনজুরি সমস্যার কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে সময় চেয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)আর দ্বিতীয়ত বিলম্ব হয় সাকিব আল হাসান ইস্যুতে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়বেটিং প্রতিষ্ঠানের নিউজ পোর্টালের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কারণে তার সঙ্গে সরাসরি আলোচনা করেই দল ঘোষণা করতে চেয়েছে বিসিবিঅবশেষে সব ধরনের বিতর্ক পেছনে ঠেলে সাকিবই হয়েছেন বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক

তিনি তৃতীয় মেয়াদে টি২০ অধিনায়ক হিসেবে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবেনশনিবার দুপুরে তার সঙ্গে দীর্ঘ আলোচনার পর দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু১৭ সদস্যের বড় দল দিয়েছে বিসিবি যাতে লম্বা ইনজুরি কাটিয়ে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ফিরেছেন

দলে সবচেয়ে বড় চমক সাব্বির রহমান রুম্মান টি২০ ফরমেটে সম্প্রতি আহামরি কিছু না করলেও আবার জাতীয় দলে ফিরেছেনবিশ্রামে থাকা মুশফিকুর রহিমও ফিরেছেন ও টিকে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদতবে বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম

এশিয়া কাপের দল ঘোষণা নিয়ে এবার বেশ বিপাকে পড়ে বিসিবিকারণ সর্বশেষ জিম্বাবুইয়ে সফরে ইনজুরির কারণে ছিটকে গেছেন ফর্মের তুঙ্গে থাকা লিটন কুমার দাস এবং নুরুল হাসান সোহানতবে সোহানের এশিয়া কাপ চলার মাঝামাঝি সময়ে ফেরার সম্ভাবনা থাকায় তাকে রাখা হয়েছে ঘোষিত এশিয়া কাপের দলেতবে লিটনকে রাখা সম্ভব হয়নিকয়েকদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ দলে আবার ফিরতে পারেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ও অলরাউন্ডার সাব্বিরতবে সৌম্যর জায়গা হয়নি টি২০ দলেকিন্তু ফিরেছেন মারকুটে ব্যাটিং অলরাউন্ডার সাব্বির

যদিও টি২০ ফরমেটে অবশ্য তেমন ভাল ফর্মে নেই তিনিএ বছরের শুরুতে শেষ হওয়া ফ্র্যাঞ্চাইজি টি২০ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ৬ ম্যাচে ১৮.১৬ গড়ে মাত্র ১০৯ রান করতে পেরেছেনসর্বোচ্চ ৩২ রানের একটি ইনিংস আছেআর তাই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সব ম্যাচে দেখা যায়নি তাকে একাদশেতবে স্ট্রাইকরেট ছিল তার ১১১.২২তবে তাকে বিবেচনা করার পেছনে এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) ভাল কিছু ইনিংস রয়েছেরানে ফেরার ইঙ্গিতটা বেশ ভালভাবেই দিয়েছেন সাব্বিরলিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৫ ম্যাচে ৩৯.৬১ গড়ে ৫১৫ রান করেছেন তিনিসবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল তার দারুণ স্ট্রাইকরেট১০২.৩৮ স্ট্রাইকরেটে এই রান করেছেন সাব্বিরসে কারণে প্রায় ৩ বছর পর (২ বছর ১১ মাস) আবার জাতীয় দলে ডাক পেলেন

টি২০ ফরমেটের জন্য বেশ উপযুক্ত মনে করা হয় সাব্বিরকে২০১৯ সালের সেপ্টেম্বরে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে তাই ১৬ মাস পর ফেরানো হয় ৩০ বছর বয়সী এ অলরাউন্ডারকেকিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননিতাই আবার বাদ পড়েন।  বাংলাদেশের হয়ে ৪৪ টি২০ খেলা এ ডানহাতি ব্যাটার ২৪.৮৯ গড়ে ৯৪৬ রান করেছেন দুর্দান্ত ১২০.৮১ স্ট্রাইকরেটেসেজন্যই আবার সুযোগ পেলেন তিনিতার পরিবর্তে পাওয়ার হিটার হিসেবে তরুণ শামীম হোসেন পাটোয়ারি, ওপেনিংয়ে মুনিমকে দিয়ে চেষ্টা চালিয়ে ভাল কিছু পায়নি বিসিবিশামীম আগেই বাদ পড়েন, এবার মুনিমও ছিটকে গেলেনতবে ফেরার পর এনামুল হক বিজয় ৫ টি২০ খেলে তেমন ভাল করতে না পারলেও আবারও জায়গা ধরে রেখেছেন

কারণ টি২০তে ভাল করতে না পারলেও জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ করেছেন তিনিজিম্বাবুইয়ে সিরিজে স্কোয়াডে ৫ জন ওপেনার থাকলেও এবার আছেন মাত্র ২ জন- বিজয় এবং তরুন পারভেজ হোসেন ইমনজিম্বাবুইয়েতে অভিষেক হওয়া ইমন এক ম্যাচ খেলে ভাল করতে না পারলেও বাকিদের ব্যর্থতায় টিকে গেছেনতার এটি দ্বিতীয় পরীক্ষাওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি অভিজ্ঞ মুশফিক এবং জিম্বাবুইয়ে সফরে তাকে বিশ্রাম দেয়া হয় টি২০ সিরিজেএবার তাকে ফেরানো হয়েছেআর দীর্ঘ ব্যর্থতার পরেও সাবেক হয়ে যাওয়া অধিনায়ক মাহমুদুল্লাহকে রেখেছেন নির্বাচকরাএছাড়া লম্বা ইনজুরিতে দলের বাইরে থাকা সাইফউদ্দিন পুরোপুরি ফিট না হলেও তাকে ফেরানো হয়েছেস্বল্প পরিসরের ফরমেটে এক সময় অপরিহার্য হয়ে ওঠা এ পেস অলরাউন্ডার গত টি২০ বিশ্বকাপে সর্বশেষ খেলার পর পিঠের ইনজুরি নিয়ে ছিটকে যান

ব্যর্থতার জেরে এবং সামান্য ইনজুরি সমস্যা মিলিয়ে বাঁহাতি পেসার শরিফুলকে বাদ দেয়া হয়েছেপ্রথমবার টি২০ দলে ঠাঁই করে নিয়েছেন ডানহাতি পেসার এবাদত হোসেন চৌধুরীএবার জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত বোলিং করেন এ টেস্ট স্পেশালিস্টতারই পুরস্কার হিসেবে টি২০ দলেও জায়গা পেয়েছেনআরও ৪ জনকে স্ট্যান্ড বাই হিসেবে রেখেছেন নির্বাচকরাকিন্তু নাম ঘোষণা করেননি তারাএছাড়া পরবর্তীতে এই দলটির সহ-অধিনায়কের নাম জানানো হবেআগামী ২৭ আগস্ট আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ টি২০বিগ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে

এশিয়া কাপে বাংলাদেশ টি২০ দল সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ

×