ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

ওস্টাপেঙ্কোর কোরিয়া জয়

প্রকাশিত: ০৫:৪২, ২৭ সেপ্টেম্বর ২০১৭

ওস্টাপেঙ্কোর কোরিয়া জয়

স্পোর্টস রিপোর্টার ॥ কোরিয়া ওপেনের শিরোপা জিতলেন জেলেনা ওস্টাপেঙ্কো। রবিবার টুর্নামেন্টের ফাইনালে তিনি পরাজিত করেন ব্রাজিলের অখ্যাত খেলোয়াড় বিয়াট্রিজ হাদ্দাদ মাইয়াকে। কঠিন লড়াইয়ের পর ২০ বছর বয়সী জেলেনা ওস্টাপেঙ্কো এদিন ৬-৭ (৫-৭), ৬-১ এবং ৬-৪ গেমে হারান বিয়াট্রিজ হাদ্দাদকে। চলতি মৌসুমেই প্রথমবারের মতো পাদপ্রদীপের আলোয় উঠে আসেন জেলেনা ওস্টাপেঙ্কো। কেননা লাটভিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এরপর উইম্বলডন এবং মৌসুমের শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ওস্টাপেঙ্কো। তবে কোরিয়া ওপেনেই যেন স্বরূপে ফিরলেন তিনি। একঘণ্টা ১৫ মিনিটে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে হার্ডকোর্টের প্রথম শিরোপা জেতেন ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন। ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপা জয়ের পর আনন্দে উদ্বেলিত ওস্টাপেঙ্কো। ম্যাচের শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপা জেতায় আমি খুবই খুশি। এখানে খেলাটা দারুণ উপভোগ করেছি আমি। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো এখানে যখন পারফর্ম করি তখন অসংখ্য লাটভিয়ার পতাকা উড়তে দেখেছি। এটা সত্যিই চমৎকার এক অনুভূতি।’ বর্তমানে টেনিসে তারকা খেলোয়াড়ের বড়ই অভাব। এ মৌসুমের চারটি মেজর টুর্নামেন্ট জিতেছেন চারজন। প্রথমটা জেতেন সেরেনা উইলিয়ামস। বছরের প্রথম শিরোপা নিজের শোকেসে তুলেই কোর্টের বাইরে ছিটকে পড়েন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ায় এ বছর আর কোর্টেই নামেননি আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। চলতি মাসেই কন্যা সন্তানের মা হওয়া সেরেনার লক্ষ্য নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে কোর্টে ফেরা।

শীর্ষ সংবাদ:

আজ আইপিএলের উদ্বোধনী ম্যাচ
জেসমিনের মৃত্যু, মেজরসহ র‍্যাবের ১১ সদস্য ক্লোজড
গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
বৈধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কমবে না বিদ্যুতের দাম
ঈদে ফেরিতে ছয় দিন ট্রাক পারাপার বন্ধ
দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
স্বল্প আয়ের মানুষদের কাছে কম দামে মাছ মাংস বিক্রি
রমজান ও ঈদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কর্মকর্তাদের নির্দেশ আইজিপির
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
৫ এপ্রিল থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি
বৈকালিক চেম্বারের কার্যক্রম উদ্বোধন, হাসপাতালের তালিকা প্রকাশ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা