ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিয়াল সোসিয়েডাডের মাঠে খেলতে নামবেন মেসি-নেইমাররা

এল ক্লাসিকোর আগে বার্সিলোনার অগ্নিপরীক্ষা

প্রকাশিত: ০৪:০৫, ২৭ নভেম্বর ২০১৬

এল ক্লাসিকোর আগে বার্সিলোনার অগ্নিপরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী সপ্তাহেই শুরু হবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সিলোনার পয়েন্ট ব্যবধান চার হওয়ায় সেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এল ক্লাসিকোর আগে নিজেদের শেষবার ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন লুইস এনরিকের শিষ্যরা। তবে প্রতিপক্ষ রিয়াল সোসিয়েডাড হওয়ায় খুব একটা স্বস্তিতে নেই মেসি-নেইমাররা। কারণ ম্যাচটা হবে সোসিয়েডাডের মাঠে। যে মাঠে শেষ ছয়বার ভ্রমণ করেও কোন জয়ের দেখা পায়নি বার্সিলোনা। তাছাড়া লা লিগায় নিজেদের শেষ ম্যাচে মালাগার বিপক্ষে হতাশাজনক ড্র করেছে তারা। তবে স্বস্তির খবর হলো দলে ফিরেছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লীগে সেল্টিকের বিপক্ষে ফিরে জোড়া গোল করে দলকেও উপহার দিয়েছেন শেষ ষোলোর টিকেট। তাই সোসিয়েডাডের বিপক্ষে ম্যাচেও কাতালানদের ভরসা এলএম টেন। কিন্তু ম্যাচের আগে মেসি নিজেই সাফ জানিয়ে দিয়েছেন ম্যাচটা খুব সহজ হবে না। তাছাড়া বার্সিলোনার সঙ্গে সোসিয়েডাডের পয়েন্ট ব্যবধান মাত্র চার। বার্সা যেখানে দ্বিতীয় সেখানে সোসিয়েডাড রয়েছে পঞ্চম স্থানে। তাই লড়াইটা বেশ জমজমাট হবে বলেই ধারণা করছেন ফুটবলপ্রেমীরা। এছাড়াও আজ মাঠে নামছে এ্যাটলেটিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল এবং সেল্টা ভিগো। এদিকে আগামী মৌসুম শেষেই স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে লিওনেল মেসির। কিন্তু এখনও নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি ‘এলএম টেন’। এই সময়ের মধ্যেই আবার জোর গুঞ্জন, শৈশবের ক্লাব ছেড়ে নতুন করে ঠিকানা গড়ছেন তিনি। সংবাদ মাধ্যমের দাবি, প্রতিনিয়তই নতুন নতুন চ্যালেঞ্জ, মামলা সংক্রান্ত জটিলতার কারণে স্পেনের জীবনযাপন ভাল লাগছে না তার। তাদের সুস্পষ্ট ইঙ্গিত, গুরু-শিষ্য আবারও একসঙ্গে খেলবেন এবং একই ড্রেসিংরুম ভাগ করে নেবেন। কিন্তু না, এসব প্রতিবেদন করে যারা সময় নষ্ট করেছেন তাদের উদ্দেশে সরাসরি কথা বলেছেন তারই সাবেক কোচ পেপ গার্ডিওলা। সাবেক বেয়ার্ন মিউনিখের কোচ চান, সিটি নয় বরং বার্সিলোনাতে থেকেই ক্যারিয়ার শেষ করুক মেসি। ১৩ বছর থেকে স্পেনের ক্লাবটিতে খেলছেন মেসি। আর গার্ডিওলা চার বছর ছিলেন মেসিদের ক্লাবে। যেন স্বপ্নের মতো সময়টা পেরিয়ে গেছে তার। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সময়টাতে বার্সিলোনার কোচ ছিলেন তিনি। এ সময় তাকে দু’বার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ এবং তিনবার লা লিগার শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি। যে কারণে তারচেয়ে মেসি সম্পর্কে আর কেউ ভাল জানার কথা নয়। তাই তো, সিটিতে নয় বরং প্রিয় খেলোয়াড়কে বার্সাতে থেকেই ক্যারিয়ার শেষ করার পরামর্শ দিয়েছেন। তার মতে, ‘আমি আগেও বলেছি যে, মেসি বার্সিলোনাতেই থাকবে এবং বার্সিলোনাতেই তার ক্যারিয়ার শেষ করবে। এটা আমার ইচ্ছে।’ মেসির মতো মামলা সংক্রান্ত জটিলতায় ভুগছেন নেইমারও। সান্তোস থেকে বার্সিলোনায় আসার দলবদল ফির সঠিক আর্থিক পরিমাণ গোপন করার কাজে সামিল ছিলেন এমন অভিযোগে নেইমারের দুই বছরের সাজা চেয়েছেন স্পেনের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। এ নিয়ে অবশ্য খুব একটা বিচলিত নন ব্রাজিলিয়ান সুপারস্টার। তার বিশ্বাস, এই ঝামেলা থেকে অবশ্যই মুক্তি পাবেন। বিশ্বাসের মূলে স্রষ্টার প্রতি আস্থা। স্পেনের সরকারী কৌঁসুলির সাজার আবেদনের পর নেইমারের প্রতিক্রিয়া পাওয়া গেছে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে। দলবদল নিয়ে স্পেনের আদালতে নতুন করে ঝামেলায় পড়ার পর নেইমার প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘বিতর্ক, বিবাদ, ঈর্ষা, কুনজর আর সকল খারাপ জিনিস থেকে বাঁচতে আমি সবসময় তার নাম স্মরণ করি। স্রষ্টা, তুমিই আমাকে আলোকিত কর আর তোমার পথে চালিত কর। আর আমরা জানি, সকল নারকীয় নীতি আর শক্তির বিরুদ্ধেই আমাদের লড়াই। আমরা সবাই একত্রে, একটা পরিবার হয়ে অবশ্যই জয়লাভ করব। আমরা জানি, সামনে আরও (ঝামেলা) আসবে; কিন্তু আমরা প্রস্তুত। আমাদের যিশু আছেন।’ নেইমারের পাশাপাশি আর্থিক জরিমানাসহ পাঁচ বছরের কারাদ- চাওয়া হয়েছে বার্সিলোনা ও ক্লাবটির সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলের জন্যও।
×