
ছবি: সংগৃহীত
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিচারব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন থাকলেও এটি বর্তমানে পূর্ণ গতিতে ও দৃশ্যমানভাবে কার্যকর রয়েছে এবং তিনি বিশ্বাস করেন, নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন হবে।
সোমবার শাহবাগে জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত ‘শ্রাবণ বিদ্রোহ (জুলাই আপরাইজিং)’ তথ্যচিত্রের প্রিমিয়ার শোতে তিনি বলেন, সরকার বিচারপ্রক্রিয়াকে গ্রহণযোগ্য ও কার্যকর করতে বদ্ধপরিকর এবং জনগণের হতাশ হওয়ার কোনো কারণ নেই। দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার বিচার, সংস্কার, শহীদদের পুনর্বাসন ও নির্বাচনকে অগ্রাধিকার দিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন দল বিচার ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে বলেও তিনি অভিযোগ করেন এবং জানান, তারা দেশ-বিদেশে বিভ্রান্তি ছড়াতে চায়। তবে সর্বোচ্চ মানের একটি নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের জুলাই কখনও হারিয়ে যাবে না।’
শিহাব