ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে

মোঃ সাহাবুদ্দিন চুপ্পু

প্রকাশিত: ২০:৫৫, ১৩ আগস্ট ২০২২

বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

মার্কিন ধনাঢ্য ব্যবসায়ী হেনরি এস ফায়ারস্টোন বলেছেন, ‘The growth and development of people is the highest calling of leadership.এর বাংলা অর্থ অনেকটা এমন- নেতৃত্বের সবচেয়ে বড় সাফল্য হলো মানুষের জীবনমানের উন্নতি ও উন্নয়নফায়ারস্টোনের এই কথাটিই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অন্যভাবে বলে থাকেনতাঁর ভাষায়, ‘আমার কাছে ক্ষমতা মানেই হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করাজনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করামাত্র এক যুগের ব্যবধানে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া, অর্থনীতিতে দ্রুত বর্ধনশীল পাঁচ দেশের তালিকায় জায়গা করে নেয়া, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়ন, পদ্মা সেতু নির্মাণ, রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর, ঢাকা মেট্রোরেল, চট্টগ্রামের কর্ণফুলী টানেল এবং ১০০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণসহ দেশের মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন- সবই জনগণের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রীর ক্যারিশমেটিক ও দূরদর্শী সফল নেতৃত্বের সুফল

তিনি জানেন, কিভাবে বাংলাদেশের ভাগ্য বদলাতে হয়২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তকালীন বিএনপি-জামায়াত সরকারের দুঃশাসন এবং পরবর্তীতে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের কর্তৃত্বে দেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে যখন অন্ধকার নেমে এসেছিল; ঠিক তখনই প্রায় তিন-চতুর্থাংশ মানুষের সমর্থন নিয়ে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা ও দেশরত্ন শেখ হাসিনাএকুশ শতাব্দীতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো মূলত সেখান থেকেই শুরুশিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ুবৃদ্ধি, রফতানিমুখী শিল্পায়ন, তথ্যপ্রযুক্তি, বিদ্যুত, বঙ্গবন্ধু স্যাটেলাইট উক্ষেপণ, পোশাকশিল্প, ওষুধশিল্প, রফতানি আয়বৃদ্ধিসহ নানা অর্থনৈতিক সূচকে দেশ যেভাবে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে; তাতে সহজেই অনুমেয়- আগামীতে বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত দেশের সারিতে নাম লেখাতে সক্ষম হবে

সবশেষ তথ্যমতে, মোট দেশজ উপাদনের (জিডিপি) আকারে বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম বৃহ অর্থনীতির দেশদক্ষিণ এশিয়ার মধ্যে এই অবস্থান দ্বিতীয়একমাত্র ভারতই বাংলাদেশের ওপরে রয়েছেসম্প্রতি কানাডাভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ভিজুয়াল ক্যাপিটালিস্ট আইএমএফের তথ্যের আলোকে করা জরিপে এই তথ্য উঠে এসেছে১০৪ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক জিডিপির ভিত্তিতে ১৯১টি দেশের তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিপ্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের জিডিপির আকার ৩৯৭ বিলিয়ন বা ৩৯ হাজার ৭০০ কোটি ডলারজিডিপির ভিত্তিতে শীর্ষ ৫০-এ দক্ষিণ এশিয়ার আর কোন দেশ নেই

৯০-এর দশকে চরম দারিদ্র্যের মধ্যে বাস করা বাংলাদেশকে এখন বিশ্বের রোল মডেল আখ্যা দিয়ে গত ২৮ জুলাই ডযধঃ ইধহমষধফবংয পধহ ঃবধপয ড়ঃযবং ধনড়ঁঃ ফবাবষড়ঢ়সবহঃ’- ‘বাংলাদেশ উন্নয়ন সম্পর্কে অন্যদের যা শেখাতে পারেশীর্ষক এক নিবন্ধ প্রকাশ করেছে বিশ্বখ্যাত দ্য ফিন্যান্সিয়াল টাইমসলেখার শুরুটা হয়েছে এভাবে, ১৯৭১ সালে যে বাংলাদেশে প্রতি পাঁচজনের একজন শিশু পাঁচ বছর পূর্ণ করার আগে মারা যেত, বর্তমানে সেই হার এখন ৩০ জনের মধ্যে একজনে নেমে এসেছেযদি আরও বড় পরিসরে দেখা হয়, তবে হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়িআখ্যা পাওয়া দেশটি এখন উন্নয়নের সফল এক দৃষ্টান্ত

সংবাদ মাধ্যমটির ভাষ্য, অতীতে নানা সমস্যায় জর্জরিত দেশটি আজ অনেকটাই বদলে গেছেমাথাপিছু জিডিপি বেড়েছে আটগুণনারীদের গড়ে সন্তান সংখ্যা দুজনঅর্থা প্রতিটি সন্তানের শিক্ষা, স্বাস্থ্য ও তাদের ভাল রাখতে বাবা-মা এখন আরও বেশি ব্যয় করতে পারেনব্যাংকগুলোর কাছে শিল্প খাতে বিনিয়োগের মতো সঞ্চয়ও বেড়েছে

ফিন্যানসিয়াল টাইমসের নিবন্ধ মতে, রেনেসাঁ ক্যাপিটালের প্রধান অর্থনীতিবিদ চার্লি রবার্টসন বাংলাদেশের উন্নয়ন সাফল্যের পেছনে তিনটি বিষয়কে চিহ্নিত করেছেনএগুলো হলো- সাক্ষরতা, বিদ্যুত এবং জন্মহাররবার্টসন বলেন, ‘শিল্পোন্নয়নের পূর্বশর্ত হলো প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার ৭০ শতাংশের ওপরে থাকা, প্রত্যেক ব্যক্তির জন্য ৩০০ কিলোওয়াট ঘণ্টার ওপর বিদ্যুত সরবরাহ এবং জন্মহার তিনটি শিশুর কম থাকা- বাংলাদেশ এই তিনটি সূচকেই উত্তীর্ণঅক্সফোর্ড ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট ইকোনমিস্ট স্টেফান ডারকন বাংলাদেশের উন্নয়নের পেছনে তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছেন

প্রথমে রয়েছে দেশটির টেক্সটাইল শিল্প, যার রফতানি ১৯৮৪ সালে ৩২ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে আজ ৩৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে২০২০ সালে বাংলাদেশ ৫৪টি আফ্রিকান দেশের সম্মিলিত পোশাক রফতানি আয়ের তুলনায় দ্বিগুণ আয় করেছেদ্বিতীয়টি হলো রেমিটেন্সবিদেশে কর্মরত বাংলাদেশীরা গত বছর ২২ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেতৃতীয়ত, ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংকের মতো বেসরকারী সংস্থার ভূমিকা, যারা দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সহায়তার মাধ্যমে সামাজিক নিরাপত্তা প্রদান করে

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষ ক্রেডিট রেটিং সংস্থা মুডিস ইনভেস্টরস সার্ভিস বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেসংস্থাটি বলেছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশে^র অধিকাংশ দেশের মতো বাংলাদেশেরও অর্থনীতিতে কিছুটা চাপ থাকলেও তা কোন ঝুঁকির কারণ নয়মহামারী করোনাভাইরাসের ধকল বৈশ্বিক অর্থনীতিকে দিগুণ মাত্রায় শ্লথ করেছেগত ছয় মাস ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধএই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কট

এমন বাস্তবতায় আর্থিক সঙ্কটের মধ্যে থাকা দক্ষিণ এশীয় দেশ শ্রীলঙ্কা এরই মধ্যে দেউলিয়া হয়েছেআরেক দেশ পাকিস্তানেও ঘনীভূত হচ্ছে সঙ্কটসেই বিচারে বাংলাদেশ ঝুঁকিমুক্ত বলে জানিয়েছে সংস্থাটিমুডিসের সিঙ্গাপুর শাখার রাষ্ট্রীয় (বিনিয়োগ) বিশ্লেষক ক্যামিলে শ্যঁতা বলছেন, ‘বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি উচ্চস্তর থেকে নেমে এলেও বাহ্যিক দুর্বলতার সূচকে বাংলাদেশ ঝুঁকিমুক্ত

কয়েকটি উদাহরণ দিলে বিদগ্ধ পাঠক আরও পরিষ্কার বুঝতে পারবেনবিএনপি-জামায়াত ক্ষমতাপরবর্তী ২০০৭-২০০৮ অর্থবছরে বাংলাদেশের জিডিপির আকার ছিল ৯১.৬ বিলিয়ন ডলারবর্তমানে তা বেড়ে ৪১৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছেঅন্যদিকে মাথাপিছু জাতীয় আয় ছিল ৬৮৬ মার্কিন ডলারবর্তমানে তা বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার হয়েছেশুধু তাই নয়, ২০২২-২৩ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় ৩ হাজার ৭ মার্কিন ডলারে গিয়ে ঠেকবেবিএনপি সরকারের সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র তিন বিলিয়নের কিছু ওপরে ছিলতত্ত্বাবধায়ক সরকারের আমলে তা ৫ বিলিয়নের ওপরে এবং সেটাকে ৪৮ বিলিয়নে দাঁড় করিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার

দেশে দারিদ্র্যের হার যেখানে ৪০ শতাংশের ওপরে ছিল, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এখন নেমে এসেছে ২০ শতাংশে২০০৯ সালে মাত্র ৪৭ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় ছিল, মুজিববর্ষে তা শতভাগ হয়েছেদেশ এখন খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণইতোমধ্যে খাদ্য উপাদন ১.১ কোটি টন থেকে প্রায় ৪.০ কোটি টনে বৃদ্ধি করা সম্ভব হয়েছেঅতি অল্প সময়ে উন্নয়নমূলক কার্যক্রম, মাথাপিছু আয়বৃদ্ধি, উচ্চ প্রবৃদ্ধিসহ উন্নয়নের সব সূচকে বর্তমান সরকার যেভাবে বিজয়ের কেতন উড়িয়েছেন, পৃথিবীর আর কোন রাষ্ট্র এমন করতে পেরেছে কিনা জানা নেই

গত ১ আগস্ট Bangladesh Outshone India. Nwo It Must Learn from its Neighborশীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বখ্যাত ওয়াশিংটন পোস্টপ্রকাশিত ওই প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির বিশ্লেষণ করেছেন ব্লুমবার্গের কলামিস্ট এ্যান্ডি মুখার্জিতিনি লিখেছেন, ‘এক দশক আগেও বাংলাদেশের মাথাপিছু আয় ১ হাজার ডলারের কিছু বেশি ছিলসেখানে গত বছর সেটা বেড়ে ২ হাজার ৬০০ ডলারে (বস্তুত ২ হাজার ৮২৪) দাঁড়িয়েছে, যা ভারতের থেকে বেশিবাংলাদেশের ক্রয়ক্ষমতাও এখন ভারতের থেকে ৪ শতাংশ বেশিতার মতে, বাংলাদেশের মাথাপিছু আয় এখন প্রতিবেশী ভারতের থেকে বেশি

সমৃদ্ধি ও উন্নয়নের যত ধাপ রয়েছে, বাংলাদেশ একের পর এক তো অতিক্রম করে চলছেদ্রুতগতিতে এগিয়ে চলছে মেগা প্রকল্পস্বপ্নের পদ্মা সেতু আজ পদ্মার বুক চিরে দৃশ্যমাননগরজুড়ে অনুরণিত হচ্ছে মেট্রোরেলের প্রতিধ্বনিঅন্তরীক্ষে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটভারত-মিয়ানমারের সঙ্গে লড়াই করে এসেছে সমুদ্র বিজয়জল-স্থল-অন্তরীক্ষের পর পাতালে হচ্ছে বিশাল উন্নয়ন যজ্ঞপাতালরেলও তাই আশা জাগাচ্ছে বাংলাদেশকে

কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চার লেনের সড়ক, পায়রা সমুদ্রবন্দর, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র ও ২ ডজনের অধিক হাইটেক পার্কসহ দেশজুড়ে আজ চলছে এক বিশাল নির্মাণযজ্ঞআর এই যজ্ঞের প্রধান পুরোহিত বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি তাঁর পিতার পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছেন সোনার বাংলা তৈরির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে

১৯৭২ সালে ৭.৫ কোটি মানুষের মধ্যে ৬.০ কোটি ছিলেন দারিদ্র্যসীমার নিচেকরোনা-পূর্ববর্তী ২০২০-২১ সময়ে ১৬.৫০ কোটি জনসংখ্যার বাংলাদেশে দরিদ্র লোকের সংখ্যা ছিল ৩.১ কোটিবাংলাদেশের জনগণের গড় আয়ুষ্কাল ৪৩ বছর থেকে বেড়ে এখন ৭২শিশুমৃত্যুর হার হাজারে প্রায় ২০০ থেকে ৩০-এর নিচে নামানো সম্ভব হয়েছে১৯৭২ সালের ৭৮৬ কোটি টাকার বাজেট এখন ৬০৩৬৮১ কোটি টাকায় বৃদ্ধি পেয়েছে

গড় আয়ু, দেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছেজনবহুল দেশ হওয়ার পরও জনসংখ্যা নিয়ন্ত্রণে দেশের সাফল্য উল্লেখযোগ্যদেশের মানুষ এখন শিক্ষিত হয়েছেসচেতনতা বেড়েছেআমাদের দেশে মোট প্রজনন হার ২ দশমিক ০৪ শতাংশ, প্রতি হাজারে মাতৃমৃত্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ১৫ বছর ও তদুর্ধ জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ৬ শতাংশ, ৭ বছর ও তদুর্ধ জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ২ শতাংশ, ৭ বছর ও তদুর্ধ নারী শিক্ষার হার ৭২ দশমিক ৯ শতাংশদেশের ১৫ বছর ও তদুর্ধ জনসংখ্যার ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৩ দশমিক ৫ শতাংশ

শেষ করার আগে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করতে চাইপ্রায় তিন দশক আগে নিজের জীবন-সংগ্রামের বর্ণনা দিতে গিয়ে নিজের ওরা টোকাই কেন’ (১৯৮৯) গ্রন্থে বঙ্গবন্ধুকন্যা লিখেছিলেন, ‘আমার চলার পথটি কখনোই সহজ নয়বহু চড়াই-উতরাই পার হতে হচ্ছেনানা সমস্যা চোখে পড়েদুঃখ-দারিদ্র্যক্লিষ্ট আমাদের সমাজ জীবনের এই দিকগুলো সবাই চিন্তা করুকসমাজ ও দেশ উন্নয়নের কাজে রাজনৈতিক ও মানবিক চেতনায় সবাই উজ্জীবিত হয়ে উঠুক, এটাই আমার একমাত্র আকাক্সক্ষা

১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে জাতির পিতা বলেছিলেন, ‘সুখী ও সমৃদ্ধিশালী দেশ গড়তে হলে দেশবাসীকে কঠোর পরিশ্রমের মাধ্যমে উপাদন বাড়াতে হবেকিন্তু একটি কথা ভুলে গেলে চলবে না- চরিত্রের পরিবর্তন না হলে এই অভাগা দেশের ভাগ্য ফেরানো যাবে কি না সন্দেহ

নানা দল-মত ও বর্ণ-ধর্মে ভরপুর বাংলাদেশে সেই পরিবর্তন কতটুকু এসেছে, জানি নাতবে বঙ্গবন্ধুর সেই কথা তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ঠিকই অক্ষরে অক্ষরে অনুধাবন করেছেনতাই স্বজনপ্রীতি, দুর্নীতি ও আত্মপ্রবঞ্চনার উর্ধে থেকে পরিশ্রম দিয়ে সর্বজনকে নিয়ে তিনি আজ বিজয়িনী১৯৭১ এ বাঙালী জাতির জনক শেখ মুজিবুর রহমান যে জাতির পরিচয় দিয়েছিলেন, ভিত্তি রচনা করেছিলেন, আজ স্বাধীনতার ৫০ বছর পর এক সুবর্ণলগ্নে সেই জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি দিয়েছেন তাঁরই যোগ্য উত্তরসূরিপিতার অসমাপ্ত কাব্যকে তিনি পরম মমতায় নিজ হাতে সমাপ্ত করে যাচ্ছেনউন্নয়ন ও দরিদ্র বিশ্বকে স্বপ্ন দেখানোয় তিনি যেভাবে আশাজাগানিয়ার সুর তুলেছেন, তার চিন্তা-ভাবনায় মুগ্ধ হয়ে আমরা বলতেই পারি-‘জননেত্রী শেখ হাসিনা, আপনিই বাংলাদেশ

 

লেখক : বীর মুক্তিযোদ্ধা ও সদস্য, উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং চেয়ারম্যান, প্রচার ও প্রকাশনা উপ-কমিটি

×