ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

রক্তজবা

কবিতা

আলতাফ শাহনেওয়াজ

প্রকাশিত: ২২:২৮, ১২ সেপ্টেম্বর ২০২৪; আপডেট: ২২:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২৪

কবিতা

-

মনে রাখব-
জবা ফুল কতটা প্রগাঢ় লাল।
কীভাবে চোখের মধ্যে একরাশ গতকাল,
বারুদমাখা হেলিকপ্টার নিয়ে
মাতাল মাতাল
ক্রোধোন্মত্ত
এক আকাশসুদ্ধ
ঢুকে গেল,
তখনো ছিলাম বেঁচে, বলো
এবং নেচে নেচে নেচে
ঝাঁঝরা ঝাঁঝরা...গুলি... ঘরবাড়ি ঘুলঘুলি
সব ফুঁড়ে
ছিঁড়ে ছুড়ে
কীভাবে খুলির নিচে
পাক খায়Ñ
বেঁচে তো ছিলাম হায়, মরে গিয়েও জিন্দা ছিলাম।
তখনো মাথার মধ্যে
গাছের পাতার মধ্যে
সমস্ত মুখের মধ্যে
যে চিৎকার ছুটে বের হতে চেয়েছিল,
মুহূর্তে যাদের পরিচয় বদলে দেবার চেষ্টা হয়েছিল,
ঝঞ্ঝার আবেগে যারা যারা
হয়েছে পাগলপারা,
বহু পরে
আকাশে ঘা মেরে
হয়ে গেল কারা দূর আকাশের তারা 
মনে রাখব সব, সেই সবগুলো জ্বললে ফুঁ
সমস্বরে কী গভীর হুলুস্থুল। ও সবুজ বাগাছ,
রক্তে আমার ধারালো কাচ
তোমার পরাগায়ন আর পাপড়িতে
আমরাই লাল...
ভুলব না বলে ফুটে আছি ভোর থেকে প্রগাঢ় সকাল ! 


** হাসনাইন ইকবাল

অভিশাপ দিচ্ছি

যে পুলিশ আমার ভাইকে গুলি করে হত্যা করেছে,
অভিশাপ দিচ্ছিÑআবু সাঈদের মতো কোন সাহসী সন্তান যেন না আসে ঔরসে তার,
ভীরু কাপুরুষ ও নপুংসকে ফুলে ফেঁপে উঠুক উত্তর প্রজন্ম!
আজন্ম থাকুক নিকৃষ্ট কোন ডাকাতের লাঠিয়াল হয়ে, 
জীবিত ও মৃত শরীরে তাদের মানুষেরা ছিটাক ঘৃণার থুতু!

যে সেনা, বিজিবি, র‌্যাব ও আনসার
আইনের উর্দি পরে হত্যা করেছে কোমলমতি ছাত্রদের, 
মুহুর্মুহু কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেডে ভীতি ছড়িয়েছে জনপদে, 
হেলিকপ্টার থেকে যারা ঘুরে ঘুরে ফেলেছে বোমা নিরীহ মানুষের ’পরে 
অভিশাপ দিচ্ছি-তাদের স্ত্রীরা বন্ধ্যা হয়ে যাক, 
সন্তান না আসুক জঠরে তাদের, 
সন্তানের জন্য আমৃত্যু তাদের হাহাকার দেখুক
নিপীড়িত বাংলার সন্তানহারা প্রতিটি মা-বাবা, ভাই-বোন ও সহপাঠীরা। 

রাজনৈতিক দলের যে লাঠিয়াল বাহিনী
কোন রকম ব্যক্তিগত শত্রুতা ছাড়াই 
নেতাদের নির্দেশে ভাইসম সহপাঠীদের 
পিটিয়ে হত্যা করেছে সাপের মতো, 
আপন বোনের মতো সহপাঠিনীকে করেছে হেনস্থা, 
অভিশাপ দিচ্ছি কলেরা, করোনা বা যে কোন মহামারীতে তাদের ঘর বিরাণ হয়ে যাক,
ভাই বা বোনের আদর যেন না জোটে কপালে তাদের, 
মুগ্ধ, সৈকত বা তানভীনের মায়েদের মতো আমৃত্যু বিলাপ করে মরুক তাদের পিতা-মাতা।

যে নেতা নির্দেশ দিয়ে খুন করিয়েছে বাংলার দামাল সন্তানদের, 
অভিশাপ দিচ্ছি  শিগগিরই যেন গণপিটুনিতে মরে সে,
অথবা উন্মাদ পাগল হয়ে যাক সে-
শাহবাগের সিগনালে যেন দেখি বিবস্ত্র পাগল বেশে! 

যে সাংবাদিক, বুদ্ধিজীবী, কবি ও শিল্পী-
চোখের সামনে জুলুম, হত্যা এবং রোমহর্ষক ধর্ষণ দেখেও 
উটপাখির মতো মাথাগুঁজে পড়ে থাকে উন্নয়নের ঢিবিতে, 
অভিশাপ দিচ্ছি ইডিপাসের মতো- আপন মায়ের শয্যাসঙ্গী হয় যেন তারা,
সহোদরের জন্মদাতা বাপ হোক যুগ যুগ ধরে এবং
অন্তরঙ্গ পাপ প্রকাশিত হবার ভয়ে
কলমের নিবে খুঁচিয়ে নষ্ট করুক নিজেদের চোখ!

অভিশাপ দিচ্ছি-
এ মাটি যেন না নেয় খুনিদের, 
আগুন এসে গ্রাস করুক অথবা 
ফেরাউনের মতো সলীলে সমাধি হউক তাদের-
অভিশাপ দিচ্ছি!

×