
কবি হেলাল হাফিজ।
পুরোপুরি সুস্থ না হয়েই হাসপাতাল ছেড়েছেন কবি হেলাল হাফিজ। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল ছেড়েছেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় বারডেম হাসপাতালে একাকী তিন রাত থেকেছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কবির জীবনে একাকিত্ব আর নিঃসঙ্গতা ভর করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কবি হেলাল হাফিজকে গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ৮৪১ নম্বর কেবিনে ভর্তি ছিলেন। রবিবার বিকেল ৪টার দিকে কবি হেলাল হাফিজ হাসপাতাল ছাড়েন। তবে তিনি পুরোপুরি সুস্থ হননি।
জানা গেছে, একজন নারী পাঠক কবিকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাকে সার্বক্ষণিক দেখাশোনা করার মতো কেউ ছিল না। হাসপাতালে কবিকে সেবা দিয়েছেন কেবল নার্সরা।
কবি হেলাল হাফিজ বলেন, হাসপাতালে থাকতে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি। আমার জন্য দোয়া করবেন।
হেলাল হাফিজ সাহিত্যে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন তিনি। ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় হেলাল হাফিজের জন্ম।
এসআর