
ছবিঃ সংগৃহীত
অনেকেই অভিযোগ করেন, সঠিকভাবে ব্যবহার না করলেও বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি আসে। কিন্তু আপনি জানেন কি, ভুল তার সংযোগের কারণেও আপনার বিদ্যুৎ বিল বেড়ে যেতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, কিছু সাধারণ বৈদ্যুতিক ত্রুটি সময়মতো ঠিক না করলে বাড়তে পারে বিদ্যুৎ বিল, এমনকি হতে পারে দুর্ঘটনাও।
বিভিন্ন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানদের মতে, আর্থিং তার যদি মেইন সুইচের নিউট্রালের সঙ্গে একত্রে সংযুক্ত থাকে, তাহলে বিদ্যুৎ বিল তুলনামূলক বেশি আসে। এই সমস্যা সমাধানের জন্য একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের সহায়তা নিয়ে আর্থিং তারটি মেইন সুইচের নিউট্রাল থেকে খুলে মিটারের সার্ভিস ড্রপ তারের নিউট্রালের সঙ্গে সঠিকভাবে পেঁচিয়ে সংযোগ দিতে হবে।
এছাড়াও, যেসব বাসাবাড়িতে একাধিক বিদ্যুৎ মিটার রয়েছে, সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো কমন নিউট্রাল সংযোগ। এক মিটারের নিউট্রাল আরেক মিটারের নিউট্রালের সঙ্গে সংযুক্ত থাকলে, তা থেকেও বিদ্যুৎ বিল বেড়ে যেতে পারে। এই সমস্যার সমাধানও একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ঘরের হাউস ওয়ারিং পরীক্ষা করে প্রতিটি মিটারের জন্য আলাদা নিউট্রাল সংযোগ নিশ্চিত করার মাধ্যমে করা সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নিয়মে বিদ্যুৎ ব্যবহার ও বৈদ্যুতিক সংযোগ ঠিকঠাক রাখা শুধু বিদ্যুৎ বিল কমায় না, বরং বাড়ির নিরাপত্তাও নিশ্চিত করে।
ইমরান