ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

মাদক চক্র ধরিয়ে দিল র‍্যাপার টিয়া ম্যাঙ্গো!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৫০, ৮ আগস্ট ২০২৫

মাদক চক্র ধরিয়ে দিল র‍্যাপার টিয়া ম্যাঙ্গো!

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ার পুলিশ সম্প্রতি এক বিরল ঘটনার মুখোমুখি হয়েছে. একটি কথা বলা টিয়া পাখি বিশাল মাদক চক্র ধরিয়ে দিয়েছে। আফ্রিকান গ্রে প্রজাতির টিয়া, নাম ম্যাঙ্গো, মাদক বিক্রির কোড ভাষা আওড়াতে গিয়ে পুলিশের হাতে গুরুত্বপূর্ণ প্রমাণ তুলে দিয়েছে।

পুলিশ জানায়, ম্যাঙ্গোকে ভিডিওতে ‘টু ফর ২৫’ (Two for 25) বলতে শোনা গেছে, যা ছিল স্থানীয় অপরাধ চক্রের মাদক বিক্রির প্রচলিত কোড। এই ভিডিওগুলো পাওয়া যায় ম্যাঙ্গোর মালিক শ্যানন হিলটন-এর বাড়িতে অভিযান চালানোর সময়। হিলটনের প্রেমিক অ্যাডাম গারনেট ছিলেন ওই মাদক চক্রের প্রধান, যিনি এরই মধ্যে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।

অভিযানে আরও দেখা যায়, হিলটন শিশুদের সামনে ম্যাঙ্গোকে এই মাদক-সংক্রান্ত শব্দ শেখাচ্ছেন। এছাড়া ভিডিওতে দেখা যায়, ম্যাঙ্গো অবৈধ উপার্জনের নগদ অর্থ নিয়ে খেলছে, আর পেছনে চক্রের সদস্যরা মাদক ব্যবসা নিয়ে র‌্যাপ করছে।

গারনেট কারাগার থেকেই অবৈধ মোবাইল ও ওয়াইফাই রাউটার ব্যবহার করে চক্র পরিচালনা করছিলেন। 

তাদের বাড়িতে তল্লাশিতে নগদ অর্থ, হেরোইন, ক্র্যাক কোকেন, কেটামিন, ক্যানাবিস এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়। মোট ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ, এবং আদালত তাদের মোট ১০৩ বছরেরও বেশি কারাদণ্ড দেয়।

ঘটনা ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ওঠে। একজন মজা করে লিখেছেন, “কে বলছে টিয়াটি নেতা নয়? ও তো টাকা হাতে রেখেছে!” আরেকজন লিখেছেন, “এটাই আসল চাল, টিয়াই পুরো অপারেশনের মাথা।” কেউ আবার প্রশ্ন তুলেছেন, “ম্যাঙ্গো কি সাক্ষী সুরক্ষা প্রোগ্রামে যাবে?”

পুলিশের এক কর্মকর্তা বলেন, “এই চক্র ব্ল্যাকপুলে ক্লাস-এ মাদক সরবরাহের একটি সুসংগঠিত নেটওয়ার্ক চালাতো। গারনেট জেল থেকেও অপারেশন চালিয়ে গেছেন।”

ল্যাঙ্কাশায়ারের পুলিশ অ্যান্ড ক্রাইম কমিশনার ক্লাইভ গ্রুনশ বলেন, “এই সাফল্য দেখায়, আমাদের পুলিশ জনসাধারণকে রক্ষা করতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ এবং অপরাধী চক্র ধ্বংসে আমরা কতটা নিরলস।”

মুমু ২

×