ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

মুকসুদপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ১০:১৩, ৮ আগস্ট ২০২৫

মুকসুদপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ছবি- দৈনিক জনকণ্ঠ

মুকসুদপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে উজানী বিকেবি ইউনিয়ন মহাবিদ্যালয় কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) উজানী বিকেবি ইউনিয়ন মহাবিদ্যালয় চত্বরে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় এই কর্মসূচি পরিচালিত হয়, যার লক্ষ্য পরিবেশ সুরক্ষা এবং সবুজায়ন বৃদ্ধি করা।

অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানিয়েছেন, “আমাদের লক্ষ্য শুধু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ রক্ষায়ও অবদান রাখা। বৃক্ষরোপণ কর্মসূচি এ জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বৃক্ষ রোপণ কার্যক্রমে অংশ নেওয়া সকলের উদ্দেশ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন বলেন, “প্রকৃতির সাথে মানুষের সুসম্পর্ক গড়ে তোলা ও আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ রেখে যাওয়া আমাদের অঙ্গীকার।”

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের মাতুব্বর জানান, এই কর্মসূচি মুকসুদপুরের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উক্ত কর্মসূচিতে কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।
 

নোভা

আরো পড়ুন  

×