
ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারের একটি বাড়িতে একটি বিশাল ২২ ইঞ্চি লম্বা ইঁদুর ধরা পড়েছে, যা স্থানীয় কর্মকর্তাদের এবং বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই ইঁদুরটি নাক থেকে লেজ পর্যন্ত ২২ ইঞ্চিরও বেশি লম্বা ছিল বলে জানা গেছে। এ তথ্য ফেসবুকে শেয়ার করেছেন ডেভিড টেইলর ও স্টিফেন মার্টিন নামে দুই কাউন্সিলর, যারা জানিয়েছেন, এটি কোনো একক ঘটনা নয়, বরং একটি বাড়তে থাকা সমস্যা।
তারা জানান, এই ধরনের ইঁদুরের দেখা বাড়ছে এলাকা জুড়ে। গলির মোড়ে, আবর্জনা পাত্রের আশেপাশে, জঙ্গল, অরক্ষিত জমিতে, রাস্তাঘাটে, এমনকি বাড়ির ভেতরও পাওয়া যাচ্ছে এই ধরনের ইঁদুর। তারা সমালোচনা করেছেন রেডকার ও ক্লিভল্যান্ড কাউন্সিলকে, যারা এখন আর বাড়ির ভিতরের ইঁদুর নিধনে সরকারি ভাবে হস্তক্ষেপ করছে না। এর ফলে বাসিন্দাদের নিজেকে পেস্ট কন্ট্রোলের জন্য খরচ বহন করতে হচ্ছে, যেখানে পাবলিক জমি ঝোপঝাড় ও অপরিষ্কার, আবর্জনা পাত্র পূর্ণ এবং কাউন্সিলের মালিকানাধীন জমি অপরিচ্ছন্ন থাকার কারণে ইঁদুর বাড়ছে।
তারা কাউন্সিল প্রশাসনকে এই বিষয়টি গুরুত্বসহকারে নেবার জন্য অনুরোধ জানিয়েছেন এবং ইতিমধ্যেই কাজ করা কর্মীদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, সমগ্র এলাকায় একটি পূর্ণাঙ্গ পোকামাকড় জরিপ ও প্রতিকার পরিকল্পনা গ্রহণ করতে হবে, যথাযথ তহবিল নিশ্চিত করতে হবে, এবং ব্যবসায়ী, বাড়িওয়ালা ও বাসস্থান প্রদানকারীদের সঙ্গে সমন্বয় করে পোকামাকড় নিয়ন্ত্রণকে বাসস্থানের দায়িত্বের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
তারা বলেন, “যতক্ষণ এই সমস্যা উপেক্ষিত থাকবে, পরিস্থিতি ততই খারাপ হবে। আমাদের শুধু পরামর্শ নয়, কার্যকর পদক্ষেপের দরকার।”
মুমু ২