ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফেটেছে ছাত্রের

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ১১:১২, ৮ আগস্ট ২০২৫

শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফেটেছে ছাত্রের

ছবি: জনকণ্ঠ

সাতক্ষীরায় স্কুলের ক্লাসরুমে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফেটেছে শিক্ষার্থীর। প্রতিকার চেয়ে শিক্ষার্থীর পিতা ফারুকুজ্জামান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে ওই শিক্ষকের। বিষয়টি নিশ্চিত করে স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু শুক্রবার সকালে জনকণ্ঠকে বলেন, কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শিফটের ৮ম শ্রেণির শিক্ষার্থী আরিফিন রিফাত অসুস্থ থাকলেও গত ৩ আগস্ট স্কুলে যায়। স্কুল চলাকালীন সময়ে বেশি অসুস্থতা বোধ করলে সে ক্লাসের বেঞ্চে মাথা দিয়ে বসে থাকে। এ সময় ক্লাসের বাংলা শিক্ষক গাজী মোমিন উদ্দিন কিছুই না শুনে তাকে ডেকে নিয়ে কানে একাধিক থাপ্পড় মারে। তখন সে তার কানের ভিতরে, মাথায় ও কাঁধে তীব্র যন্ত্রণা অনুভব করতে থাকে এবং একপর্যায়ে তার কান থেকে রক্তপাত শুরু হয়। সে ক্লাস থেকে বের হয়ে তার এক বন্ধুর সহায়তায় কান থেকে রক্ত পরিষ্কার করায়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তার মো. হাসানুজ্জামানের কাছে গেলে তিনি পরীক্ষা নিরীক্ষা করে জানান তার কানের পর্দা ছিড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কান পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হলে আগামী তিন মাসের মধ্যে অতিঝুঁকিপূর্ণ অপারেশনের প্রয়োজন হবে। এছাড়া দীর্ঘদিন তাকে শ্রবণহীনতা সহ কানের অন্যান্য জটিল অবস্থা সহ্য করতে হবে।

এই ঘটনার পর ৬ আগস্ট শিক্ষার্থী প্রথমে প্রধান শিক্ষকের কাছে আবেদন করে। ৭ আগস্ট শিক্ষার্থীর পিতা পুনরায় প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। শিক্ষার্থীকে এভাবে মারপিটের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা ফারুকুজ্জামান।

বৃহস্পতিবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।

মুমু ২

×