ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:৫০, ৮ আগস্ট ২০২৫; আপডেট: ০৮:৫৩, ৮ আগস্ট ২০২৫

গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা

ছবি: সংগৃহীত

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। 

তবে এ পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা প্রকাশ করেনি। এটি প্যালেস্টাইনের যুদ্ধবিধ্বস্ত এলাকায় একটি বড় ইস্কালেশন হিসেবে ধরা হচ্ছে। প্রথমবার এই খবর জানানো হয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ‘অ্যাক্সিওস’- এ।

অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ প্রধানমন্ত্রীর অফিসের বরাতে বলেন, “রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর হামাস পরাজিত করার প্রস্তাব অনুমোদন করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর দখল করার প্রস্তুতি নেবে, সাথে লড়াইয়ের অঞ্চলের বাইরের বেসামরিক জনগোষ্ঠীর জন্য মানবিক সাহায্য নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের লক্ষ্য অক্টোবর ৭ তারিখের মধ্যে গাজা শহরের সকল প্যালেস্টাইনি বেসামরিকদের কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়া।” এই তারিখ হামাস-ইসরায়েল সংঘাতের দুই বছর পূর্ণ হওয়ার দিন।

একই সঙ্গে গাজা শহরে থাকা হামাস যোদ্ধাদের ওপর অবরোধ আরোপ করা হবে এবং গাজা শহরে স্থল অভিযান পরিচালিত হবে বলে জানা গেছে।

ওয়াশিংটন ডিসিতে আল জাজিরার প্রতিবেদক শিহাব রত্তানসির মতে, ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্ত “কয়েকদিন ধরে প্রকাশ্যে জানানো হচ্ছিল”। তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সব ইচ্ছা কার্যকর করার অনুমতি দিয়েছেন। সব কিছু এখন ইসরায়েলের ওপর নির্ভর করবে।”

নেতানিয়াহু বৃহস্পতিবার (৭ আগস্ট) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তারা গাজার ‘সমগ্র নিয়ন্ত্রণ’ নিতে চায় কিন্তু সেখানে শাসন করতে চায় না। গাজার দায়িত্ব কোনও অনির্দিষ্ট তৃতীয় পক্ষের হাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আমরা সেখানে শাসন করতে চাই না, শুধু নিরাপত্তা পরিধি তৈরি করতে চাই।”

ইসরায়েলি মিডিয়ায় আগেও রিপোর্ট আসে যে নেতানিয়াহু খুব শীঘ্রই গাজা উপত্যকাটির সম্পূর্ণ দখল নেওয়ার ঘোষণা দেবেন।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহুর অফিসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন গাজা দখলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: https://www.aljazeera.com/news/2025/8/8/israeli-security-cabinet-approves-plan-to-occupy-gaza-city-report

মুমু ২

×