
ছবিঃ সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির নতুন সংস্করণ GPT-5 প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান OpenAI। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেল এখন পিএইচডি পর্যায়ের জ্ঞানের অধিকারী, এবং এটি আগের সংস্করণগুলোর তুলনায় আরও বুদ্ধিমান, দ্রুততর ও কার্যকর।
প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, "GPT-5 এর মতো কিছু অতীতে কল্পনাও করা যেত না। এটি এখন যেকোনো বিষয়ের একজন বিশেষজ্ঞের মতো উত্তর দিতে সক্ষম।"
কী পারবে GPT-5?
OpenAI জানিয়েছে, এই নতুন মডেল পুরোপুরি একটি সফটওয়্যার তৈরি করতে পারে এবং আগের চেয়ে বেশি যুক্তিনিষ্ঠ, স্বচ্ছ ও মানবিকভাবে জবাব দিতে সক্ষম। এটি আগের মতো ভুলভ্রান্তি বা ‘হ্যালুসিনেশন’-এর প্রবণতা থেকে অনেকটাই মুক্ত এবং ব্যবহারকারীদের সঙ্গে আরো নির্ভরযোগ্যভাবে যোগাযোগ করতে পারে।
স্যাম অল্টম্যানের ভাষায়, “GPT-3 ছিল যেন একজন স্কুল শিক্ষার্থী, GPT-4 ছিল কলেজ ছাত্রের মতো—কিন্তু GPT-5 যেন একজন পিএইচডি ডিগ্রিধারী বিশেষজ্ঞের মতো মনে হয়।”
প্রতিযোগিতা ও বিতর্ক
GPT-5 এর আগমন এমন এক সময় হলো যখন এলন মাস্ক তার নিজস্ব এআই চ্যাটবট Grok-কে বিশ্বের ‘সর্বাধিক বুদ্ধিমান’ দাবি করেছেন এবং বলেছেন এটি “সবকিছুর চেয়ে পিএইচডি স্তরের উন্নত।”
এদিকে, OpenAI-এর দাবি বাস্তবসম্মত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ক্যারিসা ভেলিজ। তিনি বলেন, "এই সিস্টেমগুলো যতটা চমকপ্রদ, বাস্তবিক অর্থে ততটা লাভজনক নয়। অনেকটাই মার্কেটিং-কেন্দ্রিক প্রচার হতে পারে।"
নীতিনির্ধারণ ও ভবিষ্যতের দিক
এআই নীতিনির্ধারণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। গাইয়া মার্কাস, অ্যাডা লাভলেস ইনস্টিটিউটের পরিচালক বলেন, “এই প্রযুক্তিগুলো যত শক্তিশালী হচ্ছে, তত জরুরি হয়ে উঠছে উপযুক্ত নিয়ন্ত্রণ ও নীতিমালা।”
Getty Images-এর প্রধান পণ্যানুষ্ঠানিক গ্রান্ট ফারহাল বলেন, “যেহেতু এআই কনটেন্ট আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে, তাই এখনই প্রশ্ন তুলতে হবে—এই কনটেন্টের পেছনের মানুষেরা কতটা সুরক্ষিত?”
GPT-5 এবং ব্যবহারকারীদের সম্পর্ক
OpenAI জানিয়েছে, তারা চ্যাটজিপিটির আচরণে কিছু পরিবর্তন এনেছে যেন ব্যবহারকারীদের সঙ্গে ‘স্বাস্থ্যকর সম্পর্ক’ বজায় থাকে। যেমন, কেউ যদি জিজ্ঞেস করে, “আমার কি সম্পর্ক ভাঙা উচিত?” — GPT-5 সরাসরি উত্তর দেবে না, বরং চিন্তা করতে সহায়তা করবে।
এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন OpenAI-কে অতিরিক্ত প্রশংসনীয় বা বন্ধুসুলভ ভঙ্গি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
অল্টম্যান স্বীকার করেছেন, “মানুষ এই প্রযুক্তির সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলবে যা কিছুটা হলেও সমস্যাজনক হতে পারে। তবে এর সম্ভাবনাও অনেক।”
বিতর্ক: Anthropic বনাম OpenAI
AI প্রতিযোগী প্রতিষ্ঠান Anthropic অভিযোগ করেছে যে, OpenAI তাদের এপিআই ব্যবহার করে GPT-5 উন্নয়নের সময় শর্ত লঙ্ঘন করেছে। তারা OpenAI-এর অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে OpenAI জানিয়েছে, “এটি শিল্পে প্রচলিত নিয়ম, যাতে নিজেদের মডেলের নিরাপত্তা যাচাই করা যায়।” যদিও তারা দুঃখ প্রকাশ করেছে Anthropic-এর এমন সিদ্ধান্তে।
নোভা