ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিএল ॥ শিরোপা পুনরুদ্ধার মধ্যাঞ্চলের

প্রকাশিত: ২৩:৫৮, ৭ জানুয়ারি ২০২২

বিসিএল ॥ শিরোপা পুনরুদ্ধার মধ্যাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ দুইবার বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) লঙ্গার ভার্সনে শিরোপা জিতেছিল ওয়ালটন মধ্যাঞ্চল। প্রথম শ্রেণীর এই ফ্র্যাঞ্চাইজি আসরের প্রথম সংস্করণে ২০১২-১৩ মৌসুমে শিরোপা জয় দলটি আবার চ্যাম্পিয়ন হয় ২০১৫-১৬ মৌসুমে। এরপর আর ফাইনালও খেলতে পারেনি দলটি। এবার নবম বঙ্গবন্ধু বিসিএলে শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বৃহস্পতিবার পঞ্চম ও শেষদিন তারা ৪ উইকেটে পরাজিত করে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বিসিবি দক্ষিণাঞ্চলকে। ২১৮ রানের জয়ের লক্ষ্যে নেমে ৬৮ রানে ৬ উইকেট হারিয়েও মধ্যাঞ্চল জয় ছিনিয়ে নেয় অধিনায়ক শুভাগত হোম ১২১ বলে ১৩ চার, ২ ছক্কায় অপরাজিত ১১৪ রানের ঝড়ো ইনিংসে। ম্যাচের চতুর্থ দিন ২৬৮ রানে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চলের দ্বিতীয় ইনিংস। ফলে ২১৮ রানের জয়ের লক্ষ্য দাঁড়ায় মধ্যাঞ্চলের সামনে। দিনশেষে ৩ উইকেটে ২৬ রান নিয়ে কিছুটা শঙ্কায় ছিল তারা। পঞ্চম দিন সকালে সেই শঙ্কাটা ঘনীভূত হয় দুই পেসার মেহেদি হাসান রানা ও কামরুল ইসলাম রাব্বির ভয়ঙ্কর বোলিংয়ে। সৌম্য সরকার (৮), তাইবুর রহমান (৩) দ্রুতই ফিরে যান সাজঘরে। একপ্রান্তে লড়াই চালিয়ে যাওয়া সালমান হোসেনও ৬৫ বলে ৫ চারে ৩৭ রান করার পর কামরুলের শিকার হন। ৬ উইকেটে ৬৮ রান নিয়ে নিশ্চিত হারের শঙ্কায় পড়ে মধ্যাঞ্চল। আর উজ্জীবিত গত ৩ বারের শিরোপাধারী দক্ষিণাঞ্চল বিসিএলে ষষ্ঠ শিরোপার সুবাস পেতে শুরু করে। তখনই ‘চীনের প্রাচীর’ হয়ে দাঁড়ান উইকেটরক্ষক জাকের আলী অনিক। আর অন্যপ্রান্তে শুভাগত তা-ব চালিয়ে যান দক্ষিণাঞ্চল বোলারদের ওপরে। পেয়ে যান তিনি প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ১৬তম সেঞ্চুরি। প্রথম ইনিংসেও শতক হাঁকিয়ে ১১৬ রান করেছিলেন তিনি। এবার অপরাজিত থাকেন ১১৪ রানে। জাকেরের সঙ্গে তার সপ্তম উইকেট জুটি হয়েছে অবিচ্ছিন্ন ১৫৩ রানের। জাকের ১২৪ বলে ৫ চারে অপরাজিত থাকেন ৪১ রানে। ৬ উইকেটে ২২১ রানে পৌঁছে গিয়ে ৪ উইকেটের জয় পায় মধ্যাঞ্চল। ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও মেহেদি রানা।
×