ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উশু খেলোয়াড় ওবায়দুল্লাহ্র অকাল মৃত্যু

প্রকাশিত: ২৩:১৩, ৩০ এপ্রিল ২০২০

উশু খেলোয়াড় ওবায়দুল্লাহ্র অকাল মৃত্যু

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে একটি অনিবন্ধিত ক্লাবের হয়ে অনুশীলনের সময় গুরুত্ব আহত হয়েছিলেন উশু খেলোয়াড় ওবায়দুল্লাহ (২৩)। তাতে তার ঘাড়ের রগ ছিঁড়ে গেলে প্যারালাইসিসে আক্রান্ত হন তিনি। কয়েকটি হাসপাতালে নিয়ে তার ঘাড়ে চারবার অস্ত্রোপচারও করা হয়। কিন্তু তারপরও সুস্থ হননি তিনি। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নানিল্লাহি ... রাজিইন)। মঙ্গলবার রাতেই ওবায়দুল্লাহর মরদেহ জামালপুরে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার মৃত্যুতে বাংলাদেশ উশু ফেডারেশন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ তাদের জিমন্যাশিয়ামে অনিবন্ধিত কোন ক্লাবকে যেন উশু অনুশীলন করতে না দেয়, তার ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছে উশু ফেডারেশন। আগামীতে উশু খেলোয়াড়দের জীবনবীমার অধীনে আনার পরিকল্পনাও করছে উশু ফেডারেশন।
×