ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্বার কেভিতোভা

প্রকাশিত: ১০:২৫, ২৭ এপ্রিল ২০১৯

 দুর্বার কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ স্টুটগার্ট ওপেনেও দুর্দান্ত পেত্রা কেভিতোভা। টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেটি নিশ্চিত করলেন তিনি। শুক্রবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-৬, ৬-২ এবং ৬-৩ গেমে পরাজিত করেন এ্যানাস্তাসিজা সেভাস্তোভাকে। এ বছরের শুরু থেকেই টেনিস কোর্টে অসাধারণ পারফর্ম করছেন চেক প্রজাতন্ত্রের এই তারকা খেলোয়াড়। মৌসুমের শুরুতেই জিতে নেন সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের শিরোপা। এরপর অস্ট্রেলিয়ান ওপেনেও চমকপ্রদ পারফর্ম করেন তিনি। দুর্দান্ত খেলে মৌসুমের প্রথম মেজর এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেন দুইবারের গ্র্যান্ডস্লাম জয়ী। কিন্তু দুর্ভাগ্য তার। শিরোপা জয়ের লড়াইয়ে জাপানের তরুণ প্রতিভাবান খেলোয়াড় নাওমি ওসাকার কাছে হেরে যান তিনি। তবে দমে যাননি কেভিতোভা। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপেও ফাইনালের টিকেট কাটেন তিনি। এবারও সেই একই চিত্রনাট্য। ফাইনালে এবার সুইস তারকা বেলিন্ডা বেনচিচের কাছে হেরে যান। তবে বছরের প্রথম ক্লে-কোর্ট টেনিস টুর্নামেন্ট স্টুটগার্টেও দুরন্ত সূচনা করেন পেত্রা কেভিতোভা। টানা দুই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকা। সেমিফাইনালে তার প্রতিপক্ষ কে? নাওমি ওসাকা এবং ডোনা ভেকিচের মধ্যকার ম্যাচের বিজয়ী খেলোয়াড়ই হবেন কেভিতোভার সেমিফাইনালের প্রতিপক্ষ। এদিকে বার্সিলোনা এককের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদাল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে তিনি ৬-৩ এবং ৬-৩ গেমে ডেভিড ফেরারকে হারিয়ে টুর্নামেন্টের শেষ আটের টিকেট নিশ্চিত করেন তিনি। অথচ গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সের রাজত্ব হারান তিনি। যদিওবা সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচের বিদায়ের দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন রাফায়েল নাদাল। সার্ব তারকা ছিটকে যাওয়ায় তার হাতেই টানা চতুর্থ মন্টে কার্লো মাস্টার্স ট্রফি দেখছিলেন টেনিসভক্তরা। কিন্তু ফাবিও ফোগনিনির কাছে অঘটনের শিকার হলেন স্প্যানিশ তারকা। টানা তিনবারের চ্যাম্পিয়ন নাদাল এই ক্লে-কোর্টের শ্রেষ্ঠত্ব হারান সেমিফাইনালে হেরে। ফোগনিনির কাছে তিনি হেরে যান ৬-৪, ৬-২ গেমে। ১২তম মন্টে কার্লো ট্রফির মিশন থেমে গেল শেষ চারেই। জানিয়ে রাখা ভাল যে, মন্টে কার্লোতে আগের ১৮ ম্যাচ ধরে অজেয় ছিলেন নাদাল। ক্যারিয়ারে এই টুর্নামেন্টে ৭৫ ম্যাচে এটি ছিল ৩২ বছর বয়সী তারকার চতুর্থ হার।
×