ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিএল ॥ তবু উচ্ছ্বসিত কোহলি!

প্রকাশিত: ১১:৫২, ১৬ এপ্রিল ২০১৯

আইপিএল ॥ তবু উচ্ছ্বসিত কোহলি!

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলি যেন জিততে ভুলে গিয়েছিলেন! ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে শেষ তিন ওয়ানডে হেরে সিরিজ খোয়ানোর পর আইপিএলেও সেই ভূতটা পিছু ছাড়েনি। টানা ছয় হারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যখন সেরা চারে যাওয়ার আশা প্রায় শেষ, তখনই এলো চাতক পাখির মতো অপেক্ষায় থাকা সেই জয়। কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল (৬৪ বলে অপরাজিত ৯৯)। জবাবে কোহলি (৫৩ বলে ৬৭) এবং এবি ডি ভিলিয়ার্সের (৩৮ বলে অপরাজিত ৫৯) ধুন্ধুমার উইলোবাজিতে ৪ বল আগে ৮ উইকেটের জয় পায় বেঙ্গালুরু। কোয়ালিফায়ারের রেস থেকে প্রায় ছিটকে যাওয়ার শঙ্কা মাথায় নিয়েও সতীর্থতরা যেভাবে খেলেছে, তাতে মুগ্ধ কোহলি! বেঙ্গালুরু ও ভারত জাতীয় অধিনায়ক বলেন, ‘জয়ের লক্ষ্যে পৌঁছনোর অনুভূতিই আলাদা। তার উপর বেশ কয়েকটি ম্যাচে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। তবে এটা বলছি না যে, আগের সব ম্যাচেই তা হয়েছে। তবে কয়েকটা ম্যাচে আমাদের জেতা উচিত ছিল। সত্যিই ভাল লাগছে এত বিপর্যয়ের পরেও ছেলেরা জয়ের জন্য ঝাঁপাচ্ছে দেখে। এই একটা কথাই ওদের জন্য উপযুক্ত। আর পাঞ্জাব ম্যাচে মনে হয়েছিল ওরা ১৯০ করলেও লড়াইটা করা যাবে। সেখানে ১৭০ রানে ওদের বেঁধে রাখা দারুণ ব্যাপার। সঙ্গে ৮ ওভারের মধ্যে চার উইকেট পাওয়াও। তাও মাত্র ৬০ রান দিয়ে।’ ৩৮ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৯ রানের ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কারজয়ী ডি ভিলিয়ার্স বলেন, ‘এই একটা জয়ের জন্য আমাদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হলো। শেষ পর্যন্ত যে জিতলাম তাতে দলের প্রত্যেকে খুশি। হতে পারে ঠিক রাস্তায় হাঁটার জন্য এটা খুবই ছোট একটা পদক্ষেপ। কিন্তু একইসঙ্গে এটা আমাদের কাছে অন্তত বিরাট ব্যাপারও।’ সাবেক প্রেটিয়া তারকা আরও যোগ করেন, ‘নিজের ব্যাপারে বলব, দলের সকলের কাছ থেকে সাহায্য আর সম্মান পাচ্ছি। যা এগিয়ে যেতে পারছে। আমার দরকার ছিল শুধু একটা ভাল ইনিংসের। জানতাম সেটা এলেই আত্মবিশ্বাস ফিরে পাব। আশা করি এ বার এই ছন্দটা ধরে রাখাও সম্ভব হবে।’ গত বছর আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া এবি বলেন, ‘১৫ বছর টানা আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছি। তার পরে ১০-১১ মাস ধরে ক্রমাগত খেলে যাওয়াটা সম্ভব হচ্ছিল না। তাই ক্রিকেটেরই একটা মাত্র ফর্মেটে খেলা চালিয়ে যেতে চেয়েছি। যতটা সম্ভব নিজেকে সেরা জায়গায় রেখে। আপাতত আইপিএল নিয়ে ভাবছি। আরসিবিতে সবার মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে, পয়েন্ট টেবিলের দিকে না তাকিয়ে এখন আমরা অবশিষ্ট প্রত্যেকটা ম্যাচই জিততে চাই।’
×