ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাস্তি পেলেন ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ

প্রকাশিত: ১৯:০০, ২৭ জুলাই ২০১৮

শাস্তি পেলেন ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ

অনলাইন ডেস্ক ॥ ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর গায়ানায় দ্বিতীয় ওডিআইতে ৩ রানে হেরেছে টাইগাররা। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে টিম ওয়েস্ট ইন্ডিজ। তবে এরই মাঝে স্বাগতিক শিবিরে এসেছে এক দুঃসংবাদ। ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফ বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অসদাচরণ ও আইসিসির নিয়ম ভাঙায় শাস্তি পেয়েছেন। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙের দায়ে এই ক্যারিবীয় পেসারকে ইতোমধ্যে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তিরস্কার করেছে ও তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে। ব্যাটিংয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা টাইগার ওপেনার এনামুল হককে বিদায় করার পর বাজে ইঙ্গিত করে জোসেফ ড্রেসিং রুমের পথ দেখান। যেখানে এই ফাস্ট বোলার কোডের ২.১.৭ ধারা ভঙ্গ করেছেন। আইনে বলা হয়েছে, ‘বাজে কোনো ভাষা অথবা আক্রমণাত্মক আচরণে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে প্রদর্শন করলে এ শাস্তি।’ তবে এক্ষেত্রে এর জন্য আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। কারণ, খেলার পর জোসেফ ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের অপরাধ শিকার করে নেন।
×