ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্তান বাঁচাতে ফুটবলার বাবুর আর্তি

প্রকাশিত: ০৬:২৯, ১৭ মে ২০১৮

সন্তান বাঁচাতে ফুটবলার বাবুর আর্তি

রুমেল খান ॥ জাতীয় বয়সভিত্তিক ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে একসময় আলো ছড়িয়েছিলেন। ক্লাব ফুটবল খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে ফুটবল ক্যারিয়ার মাত্র ২২ বছর বয়সেই অকালে শেষ না হলে হয়তো জাতীয় সিনিয়র দলের জার্সিতেও খেলতে পারতেন। ফুটবলে ফেরার সেই সংগ্রামে হেরে গেছেন। এখন তিনি ব্যস্ত আরেকটি সংগ্রামে। নিজের একমাত্র সন্তান ছেলে আহানাফ আলি তামজিদের প্রাণ বাঁচানোর সংগ্রাম। ফুটফুটে শিশুটির দিকে তাকালে যে কারও মায়া লাগতে বাধ্য। বয়স মাত্র ১ বছর ৩ মাস। যে বয়সের বাচ্চাকে নিয়ে বাবা-মায়ের সুখে-আনন্দে দিনাতিপাত করার কথা, সেই বয়সে তামজিদকে নিয়ে দুশ্চিন্তায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন তার বাবা-মা! এই বয়সেই তামজিদ কিডনি রোগে আক্রান্ত। যেটি এখন ক্যান্সারে রূপ নিয়েছে বলে জানিয়েছেন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালের চিকিৎসকরা। তারা এও জানিয়েছে তামজিদকে তারা হাসপাতালে আনতে অনেক দেরি করে ফেলেছেন। অবস্থা খুবই সঙ্কটাপন্ন। বাঁচাতে হলে অবিলম্বে ভারতের চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে। নইলে অল্প বয়সেই নিভে যাবে তামজিদের প্রাণ-প্রদীপ। ২০১৬ সালের ডিসেম্বরে ভালবেসে ফারহানা আক্তার সনিয়া বিয়ে করেছিলেন ২০১২ সালে জাতীয় অ-১৪ ও ১৬ দলের হয়ে যথাক্রমে জাপানে ও নেপালে গিয়ে এএফসির দুটি টুর্নামেন্টে (দুটি আসরেই তৃতীয় স্থান অধিকার করেছিল বাংলাদেশ) খেলা বাবু। ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি তাদের ঘর আলো করে আসে তামজিদ। কিন্তু বছর খানেক যেতে না যেতেই তামজিদের এই কঠিন অসুখে যেন আকাশ ভেঙ্গে পড়ে বাবু দম্পতির মাথায়। কেননা বাবু তো বটেই, তার পরিবারের কেউই আর্থিকভাবে সচ্ছল নন। বাবুর পরিবার ভাড়া বাসায় থাকে চট্টগ্রামের অক্সিজেন রোফাবাদে। পাঠাও লিমিটেডের মাঠ কর্মকর্তা হিসেবে চাকরি করছেন সাভার বিকেএসপির সাবেক শিক্ষার্থী বাবু। কাজের ধরন বুঝে মাসিক বেতন পান (১৫ থেকে ২০ হাজার টাকা)। বলতে গেলে বাবা-মা এবং পুরো পরিবারটাই বাবুর আয়ের ওপর নির্ভরশীল। এই অল্প বেতনে পরিবারকে কোনমতে চালিয়ে নিলেও সন্তানের চিকিৎসার ব্যয়ভার বহন করার সামর্থ্য তার নেই। ফলে এখন চোখে অন্ধকার দেখছেন তিনি। জনকণ্ঠকে জানান, ভারতে নিয়ে তামজিদের চিকিৎসা করাতে প্রায় ৬ লাখ টাকা দরকার। এই টাকা তার নেই। এ জন্য সমাজের বিত্তবান মানুষদের কাছে সাহায্যের আবেদন জানান তিনি। যারা সাহায্য করতে চান তারা বিকাশ করতে পারেন এই নম্বরে : মোজ্জাফর হোসেন বাবু- ০১৮২৫৬৪৪৫৫০, টুটুল : ০১৭৮৪৬৩২৪২১।
×