ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১০ জনের বার্সিলোনার সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করল পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থাকা সেল্টা ভিগো

বার্সিলোনাকে রুখে দিল সেল্টা

প্রকাশিত: ০৭:০৮, ১৯ এপ্রিল ২০১৮

বার্সিলোনাকে রুখে দিল সেল্টা

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনাকে রুখে দিল সেল্টা ভিগো। স্প্যানিশ লা লিগার শিরোপার দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে থাকা কাতালানদের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে পয়েন্ট টেবিলের ৯ নম্বরের দল সেল্টা ভিগো। এই ড্রয়ের পরও লীগে নতুন ইতিহাস গড়েছে আর্নেস্তো ভালভার্দের দল। প্রথমবারের মতো লীগের প্রথম ৩৩ ম্যাচে অপরাজিত থাকল স্প্যানিশ জায়ান্টরা। সেই সঙ্গে ছাড়িয়ে গেল রিয়াল সোসিয়েদাদের টানা ৩২ ম্যাচে হার না মানার রেকর্ডকে। ১৯৭৯-৮০ মৌসুমে ৩২ ম্যাচের কোনটিতেই হারেনি রিয়াল সোসিয়েদাদ। দীর্ঘ ৩৮ বছর পর এবার সোসিয়েদাদের সেই বিরল রেকর্ডকে ছাড়িয়ে গেল মেসি-পাউলিনহোরা। এই সময়ের মধ্যে বার্সিলোনা ২৫ ম্যাচে জয় আর বাকি ৮ ম্যাচে ড্র করেছে। এর ফলে শিরোপা জয়ের দৌড়েও অনেকটা এগিয়ে গেছে কাতালান ক্লাবটি। দুইয়ে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে গেছে বার্সিলোনা। যদিওবা এক ম্যাচ কম খেলেছে এ্যাটলেটিকো। গত মৌসুমে কোন শিরোপা জিততে পারেনি বার্সিলোনা। বরং তাদের সামনে একের পর এক শিরোপা উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। তবে ব্যর্থতার সেই বৃত্ত থেকে বেরিয়ে এসে এবার শুরু থেকেই দুর্দান্ত খেলে মেসি-ইনিয়েস্তারা। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই আবারও ট্রেবল জয়ের সম্ভাবনা তৈরি করে কাতালানরা। কিন্তু ইতালিয়ান ক্লাব রোমার কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নেয়ার কারণে স্বপ্নভঙ্গের বেদনায় ডুবে বার্সার সমর্থকরা। তবে ডাবল শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করতে নারাজ ভালভার্দে। আগামী শনিবার কোপা ডেল’রের ফাইনালে সেভিয়াকে হারাতে পারলেই যে সেই কাজটা সহজ হয়ে যাবে বার্সিলোনার। তাই সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে ঝুঁকি নিতে চাননি ভালভার্দে। মেসি-সুয়ারেজদের বেঞ্চে বসিয়ে রেখেই এদিন মূল একাদশ সাজান তিনি। শুধু তাই নয়, বিশ্রামে রাখেন জেরার্ড পিকে আর আন্দ্রেস ইনিয়েস্তাকেও। ব্যাপক পরিবর্তন করে দল সাজালেও সেল্টার বিপক্ষে প্রথমে এগিয়ে যায় বার্সিলোনাই। ৩৬ মিনিটে কোচের আস্থার প্রতিদান দেন ডেম্বেলে। পাকো আলকাসারের পাস থেকে ডেম্বেলের হাফ-ভলি ধরার সাধ্য ছিল না সেল্টার গোলরক্ষক সার্জিও আলভারাজের। যদিও তার ৯ মিনিটের মধ্যেই সমতায় ফেরে সেল্টা। ম্যাক্সিমিলিয়ানো গোমেজের ক্রস থেকে কাস্ত্রো স্বাগতিকদের সমতায় ফেরান। ৬০ মিনিটে ফিলিপে কুটিনহোর স্থানে খেলতে নামেন মেসি। আর তাতেই উজ্জীবিত বার্সা ৬৪ মিনিটে আবারও এগিয়ে যায়। ডেম্বেলের ডানদিক থেকে একটি শট আলভারেজ আটকাতে ব্যর্থ হন। পাউলিনহোর সহায়তায় শেষ মুহূর্তে আলকাসারের স্পর্শে বল জালে জড়ালে আবারও এগিয়ে যায় বার্সা। গোমেজের স্থানে ৬০ মিনিটে মেসির সঙ্গে মাঠে নেমেছিলেন সার্জি রবার্তো। কিন্তু মাত্র ১১ মিনিট পরে আসপাসকে বাজেভাবে ট্যাকেলের অপরাধে লালকার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। এই ফাউল থেকে প্রাপ্ত ফ্রি-কিক কাজে লাগাতে পারেননি আসপাস। কিন্তু ম্যাচ শেষের আট মিনিট আগে আর ভুল করেননি তিনি। এমরে মোরের ক্রস থেকে দারুণ দক্ষতায় সেল্টাকে ম্যাচে ফেরান আসপাস। এর ফলে স্বাগতিকদের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় বার্সিলোনাকে। ড্রয়ের পরও সন্তুষ্ট বার্সিলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে বলেন, ‘একটি পয়েন্ট মেনে নেবার মানসিকতা থাকতে হবে। তবে আমাদের লক্ষ্য ছিল জয়। আমরা যখন সার্জিকে হারাই তখন পরিস্থিতি বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু একটি পয়েন্টও এখন গুরুত্বপূর্ণ। আমাদের এখন আর মাত্র দুটি জয় প্রয়োজন। আর সেজন্য আমাদের লড়াই করতে হবে। বেশ কয়েকটি ম্যাচ খেলার পর খেলোয়াড়রা এখন অনেকটাই পরিশ্রান্ত। সে কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক শনিবার সমর্থকদের বাড়তি কিছু উপহার দিতে পারি কিনা।’ এদিকে ড্র করে হতাশ সেল্টা ভিগোর কোচ হুয়ান কার্লোন উনজু। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এই ম্যাচে জয়টা আমাদেরই প্রাপ্য ছিল।’
×