ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাফুফেকে পরামর্শ ও আশ্বাস দিয়ে গেলেন এএফসি সভাপতি

প্রকাশিত: ০৫:৩৪, ৩১ অক্টোবর ২০১৭

বাফুফেকে পরামর্শ ও আশ্বাস দিয়ে গেলেন এএফসি সভাপতি

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকায় তিনদিনের সফরে এসেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। সোমবার দুপুরে বাফুফের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সভা করেন তিনি। বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের সঙ্গেও আলাদা সভা করেন। এরপর সংবাদমাধ্যমেরও মুখোমুখি হন। আজ বাংলাদেশ ত্যাগ করার কথা তার। সেখানে তিনি বলেন, ‘ঢাকায় আসতে পেরে খুবই খুশি হয়েছি। এএফসির সব প্রতিযোগিতায় বাংলাদেশ খেলছে। কি করা যায় সেটা দেখার জন্য আমরা বাফুফের সঙ্গে কাজ করছি। আমরা উন্নতি দেখছি। কিন্তু আরও উন্নতি করতে হবে। নতুন প্রকল্প আসছে, যেখানে অবকাঠামোগত সুবিধা দেয়ার বিষয়টি থাকবে, যা থেকে বাফুফে লাভবান হবে। আমরা এখানেই থেমে থাকতে চাই না, আরও আলাপ-আলোচনার মাধ্যমে সামনে এগিয়ে যেতে চাই।’ সালমান বাংলাদেশের যুব ফুটবল এবং মহিলা ফুটবলের উন্নতির প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি ক্লাব ফুটবলের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন, ‘ফুটবলের উন্নয়নটা হয় ক্লাব লেভেল থেকেই। ক্লাব লেভেল ভাল না হলে জাতীয় দল কখনোই শক্তিশালী হতে পারে না। আর জুনিয়র ক্লাব দল গঠন করার দায়িত্বটা শুধুই ক্লাবের। আশা করি বাংলাদেশের ক্লাবগুলো ভাল গঠন তৈরি করবে এবং সাফল্য আসবে।’ তিনি আরও যোগ করেন, ‘বাফুফের জন্য আর তিনটি টার্ফ খুব দ্রুতই চলে আসবে। সব দেশেরই উত্থান-পতন আছে। মূল দলের চেয়ে ক্লাবগুলোর তৃণমূল পর্যায়ে দৃষ্টি দেয়াটা জরুরী।’ সালমান আরও বলেন, ‘সাউথ অঞ্চলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দল। বাফুফের সব কার্যক্রমে আমরা সন্তুষ্ট। পৃথিবীর সব দেশকে সাহায্য করে ফিফা। বাংলাদেশও ব্যতিক্রম নয়। আগে আপনাদের পরিকল্পনা এবং বিভিন্ন প্রজেক্ট দিতে হবে, তখনই এএফসি বাফুফেকে সব ধরনের সাহায্য করব।’ সবশেষে সালমান বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে এখান থেকে উন্নতি করা যায়, সেটাই দেখা। ফুটবলে আবারও পুরনো চেহারায় নিতে হলে বাংলাদেশকে নিজেদেরই কাজ করতে হবে।’
×