ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছ বি র গ ল্প

প্রকাশিত: ০৫:১৩, ২৫ নভেম্বর ২০১৬

ছ বি র  গ ল্প

সেলফি তুললেই খুলবে গাড়ির দরজা মনের ভুলে গাড়ির চাবি ফেলে এলেও চিন্তা নেই, সেলফি তুললেই খুলবে গাড়ির দরজা। বিশেষ প্রযুক্তির এসব গাড়ির সামনে-পেছনে থাকবে দুটি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে যেকোনো ব্যক্তির চলাফেরার ভঙ্গি তথ্যভাণ্ডারে থাকা ভিডিও এবং ছবির সঙ্গে মিলিয়ে প্রাথমিকভাবে চালকের পরিচয় নিশ্চিত করা হবে। পরে চালকের তোলা সেলফি তথ্যভাণ্ডারে থাকা ছবির সঙ্গে মেলানোর পরই কেবল গাড়ির দরজা খুলবে। সেলফি কাজে লাগিয়ে গাড়ির ইঞ্জিনও চালু করা যাবে। গাড়ি নির্মাতা জাগুয়ার ল্যান্ড রোভার নতুন এ প্রযুক্তির জন্য পেটেন্টের আবেদনও করেছে। স্বয়ংক্রিয় স্নিকার বাইরে যাওয়ার সময় জুতার ফিতে বাঁধতে হয়। মাঝে মাঝে মনে হয়, যদি জুতার ফিতা না বাঁধতে হতো! প্রযুক্তির কল্যাণে আপনাকে এই ঝামেলার হাত থেকে মুক্তি দিতে পারে নাইকির ‘হাইপারএ্যাডাপ্ট স্নিকার’। এটার বিশেষত্ব হচ্ছে পায়ে পরে নিলেই স্বয়ংক্রিয়ভাবে জুতার ফিতে বাঁধা হয়ে যায়। এর সোলে আছে লেড লাইট, যা হাঁটার সময় জ্বলতে থাকে। এসব চালানোর জন্য জুতায় ব্যবহার করা হয়েছে লিয়াম আয়ন ব্যাটারি। আর এটি পুুরো চার্জ হলো কি না তা বোঝার জন্য জুতার হিলে আছে আরেকটি লেড লাইটের বার। ডিসেম্বর থেকে এই হাইপারএ্যাডাপ্ট স্নিকার কিনতে পাওয়া যাবে। দাম রাখা হয়েছে ৭২০ ডলার। সূত্র : ডেইলি মেইল
×