ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

শিল্প উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণও নিশ্চিত করতে হবে: পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন

শাহ জালাল, সোনারগাঁও, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০০:২০, ৯ জুলাই ২০২৫; আপডেট: ০০:২১, ৯ জুলাই ২০২৫

শিল্প উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণও নিশ্চিত করতে হবে: পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন

নারায়ণগঞ্জের সোনারঁগায়ে  মেঘনা নদীর দূষণ নিয়ন্ত্রণে কিভাবে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।  মঙ্গলবার (৮ জুলাই) বিকালে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।

এ সময় পরিদর্শনে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। তার সঙ্গে ছিলেন উপপরিচালক সৈয়দ আহমেদ কবির, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ.এইচ.এম রাসেদ ও সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।

পরিদর্শনকালে সোনারগাঁও সীড ক্রাশিং মিলস লিমিটেড ও মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড-এর ইটিপি আউটলেট থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি কারখানাগুলোর সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু ও পানি দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ইটিপি’র কার্যকারিতা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে উপপরিচালক সৈয়দ আহমেদ কবির বলেন, “শিল্প উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণও নিশ্চিত করতে হবে। আমরা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে এটি নিশ্চিত করার চেষ্টা করছি।” পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আঁখি

×