ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জুনিয়র গলফ সিরিজ চ্যাম্পিয়নশিপ শুরু

প্রকাশিত: ০৬:২৮, ২৬ অক্টোবর ২০১৬

জুনিয়র গলফ সিরিজ চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে আর্মি গলফ ক্লাবের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক জুনিয়র গলফ টুর্নামেন্ট ‘ফালদো সিরিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ’ মঙ্গলবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে। বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম এবং ফালদো সিরিজ এশিয়া-ইউরোপের টুর্নামেন্ট এ্যাডমিনিস্ট্রেটর ওসমান রাফিদি বিন রামলান মঙ্গলবার সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময়ে অংশগ্রহণকারী গলফাররা ছাড়াও বাংলাদেশ গলফ ফেডারেশনের যুগ্ম-মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক (অব) এবং বাংলাদেশ গলফ ফেডারেশন ও কুর্মিটোলা গলফ ক্লাবের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে এই টুর্নামেন্ট তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২০১৭ সালের ১-৪ মার্চ ভিয়েতনামের লাগুনা লাং কো গলফ ক্লাবে অনুষ্ঠিতব্য ‘ফালদো সিরিজ এশিয়া গ্রান্ড ফাইনালে’ অংশগ্রহণের জন্য যোগ্য জুনিয়র গলফার নির্বাচনের নিমিত্তে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতায় অনুর্ধ ১৬, ১৮ ও ২১ বয়স ক্যাটাগরিতে বাংলাদেশ গলফ ফেডারেশনের অধিভুক্ত ১৩ ক্লাবের মধ্যে ৮টি গলফ ক্লাব, বাংলাদেশ গলফ একাডেমি এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে সর্বমোট ৮৮ ক্ষুদে গলফার অংশগ্রহণ করছে।
×