ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুরবস্থায় যশোরের ফুটবল

প্রকাশিত: ০৬:২৪, ২৪ অক্টোবর ২০১৬

দুরবস্থায় যশোরের ফুটবল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে গত তিন বছর প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ ফুটবল না হওয়ায় খেলোয়াড়রা খেলাধুলা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) অনীহার কারণে এমনটি হচ্ছে বলে দাবি করেছেন জেলা ফুটবল দলের খেলোয়াড়রা। রোববার তারা এমন অভিযোগ করে জেলা প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন। এর আগে প্রেসক্লাব যশোরের সামনে খেলোয়াড়রা মানববন্ধন করেন। স্মারকলিপিতে খেলোয়াড়রা জানিয়েছেন, ডিএফএ’র সভাপতি আসাদুজ্জামান মিঠু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি খেলাকে প্রাধান্য না দিয়ে খেলার মধ্যে রাজনীতি ঢুকিয়েছেন। তার একনায়কতন্ত্র ও স্বেচ্ছাচারিতার কারণে ফুটবল মাঠে গড়াচ্ছে না। এ জেলায় ফুটবল মৃতপ্রায়। শুধু ডিএফএ’র সভাপতির কারণে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া শামস-উল-হুদা গোল্ডকাপ ফুটবলও গতবার অনুষ্ঠিত হয়নি। যশোর জেলা দলের খেলোয়াড় আবদুল মতিন খোকন অভিযোগ করেন, ‘শামস-উল-হুদা গোল্ডকাপ ফুটবলের মতো ২০১৩ সালের পর থেকে প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ মাঠে গড়াচ্ছে না। গতবছর (২০১৫) যে খেলা হয়েছিল সেটা ২০১২ সালের খেলা। এভাবে গত তিন বছরের খেলার জন্য ৯ লাখ টাকা লুটপাট হয়েছে’। তিনি আরও বলেন, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ ফুটবল খেলোয়াড় তৈরির মঞ্চ। কিন্তু ডিএফএ’র সভাপতির অনীহার কারণে খেলা হচ্ছে না’। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ডিএফএ যশোরের সভাপতি আসাদুজ্জামান মিঠু। তিনি বলেছেন, প্রতি বছরই খেলা হয়। শুধু এ বছর মাঠ ভাল না থাকায় খেলা করানো সম্ভব হচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শামস-উল-হুদা গোল্ডকাপ ফুটবল তারা আয়োজন করেন না। এ জন্য তার দায় নেই। এদিকে খেলোয়াড়রা অভিযোগ করেছেন, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ ফুটবল খেলা না হওয়ায় অনেক খেলোয়াড় খেলা ছেড়ে দিয়ে অন্য পেশায় মনোনিবেশ করেছেন। শহরের শংকরপুরের বাসিন্দা শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড় জাহাঙ্গীর হোসেন এবং কাজীপাড়ার বাসিন্দা সানোয়ার বর্তমানে খেলাই ছেড়ে দিয়েছেন। যশোর ফুটবলের এই দুর্দশা কাটাতে বাফুফেকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন খেলোয়াড়রা। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন যশোরের সন্তান ঢাকার মতিঝিল ওয়ারি ক্লাবের খেলোয়াড় আজিজুল, ফকিরাপুল ইয়াংম্যান ক্লাবের আনোয়ার এবং জেলা দলের কামাল হোসেন, নাজমুল হোসেন নজু, মিন্টু প্রমুখ।
×