ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সাকিবকে মাগুরায় ‘রাজনীতিবিদ’ হিসেবে বরণ 

প্রকাশিত: ১৪:১১, ২৯ নভেম্বর ২০২৩

সাকিবকে মাগুরায় ‘রাজনীতিবিদ’ হিসেবে বরণ 

সাকিব আল হাসান

মাগুরায় জন্ম সাকিব আল হাসানের। যেখানে এর আগেও অনেকবার গিয়েছিলেন বিশ্বসেরা এই অল-রাউন্ডার। তবে এবারের যাত্রাটা ভিন্ন পরিচয়ের। যাত্রাটা একজন রাজনীতিবিদ হিসেবে।  তার সফর ঘিরে মানুষের ঢলও ছিল। থাকবেই না কেন। বিশ্বসেরা অলরাউন্ডারকে কাছ থেকে দেখার সুযোগ। কেইবা মিস করতে চায়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ক্ষমতাসীন আওয়ামীলীগের পক্ষ থেকে নিজ জন্মভূমি মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন তিনি। আর মনোনয়ন প্রাপ্তির তিন দিনের মাথায় বিশাল গাড়িবহর নিয়ে নিজ এলাকা মাগুরায় পা রাখলেন সাকিব। 

আরও পড়ুন : আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

জানা যায়, আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বেলা সাড়ে ১২টায় মাগুরায় পৌঁছান তিনি। এ সময় গড়াই নদীর ব্রিজ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় সাকিবের বাবা মাশরুর রেজা উপস্থিত ছিলেন। শতশত মোটরসাইকেল আর অগুণিত প্রাইভেটকারের শো-ডাউন দেখা যায় এ সময়।

সাকিবের সফরসঙ্গী হিসেবে বেশ কয়েকজন ক্রিকেটারও রয়েছেন। বিশেষ করে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে ক্রিকেটার রনি তালুকদারকে। এ ছাড়া সরাসরি যুক্ত হতে দেখা গেছে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন অপুকেও। 

ক্রীড়াবিদদের খেলার মাঠ থেকে রাজনীতির অঙ্গনে পদার্পণ নতুন কিছু নয়। অধিকাংশ ক্ষেত্রেই অবসর নেওয়ার পর অনেকে পুরোদস্তুর রাজনীতিবিদ হন। তবে সাম্প্রতিক সময়ে এর ব্যতিক্রমও হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা জাতীয় দলে খেলা অবস্থাতেই সংসদ সদস্য হয়েছিলেন। মাশরাফির পর বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানও সেই পথেই হাঁটছেন।

এবি 

×